রাখী সাওয়ান্তকে রাজনৈতিক মঞ্চে আক্রমণ করলেন উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্রের আমআদমি পার্টি (আপ)-র প্রার্থী মায়াঙ্ক গান্ধী। ভোটযুদ্ধে রাখী তার প্রতিদ্বন্দ্বী হলেও তাকে কটাক্ষ করে আপ নেতাটি বলেছেন, আমাকে অনেকে ভোট দেবে জানি। তবে ওকে কারা ভোট দেবে, জানি না। ওর কোনো আচরণেই প্রমাণ হয় না, এই নির্বাচনে ও ভোট পাবে!
পিটিআইকে দেয়া সাক্ষাত্কারে স্থানীয় সমাজকর্মী মায়াঙ্কের আরও দাবি, ঘরোয়া সমীক্ষা থেকে জেনেছি, আমি প্রতিদ্বন্দ্বীদের থেকে অন্তত ১ লক্ষ ভোটে এগিয়ে আছি। আমরা যত লোকের সঙ্গে কথা বলেছি, তাদের অর্ধেকের বেশি বলেছে, অন্যদের চেয়ে তাদের আপকেই বেশি পছন্দ! সরকার গড়ার ৪৯ দিনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফায় আপের ভোটে ভালো ফল করার সম্ভাবনা মার খাবে না বলে মনে করেন তিনি।
মায়াঙ্কের ব্যাখ্যা, এটা বাস্তববাদী রাজনৈতিক সিদ্ধান্ত। দেশে এখন প্রাতিষ্ঠানিক সংস্কার চাই। আমরা বৃহত্তর প্রাতিষ্ঠানিক স্বার্থে রাজধানীর সরকার ছেড়ে বেরিয়ে এসেছি। তিনি বলেছেন, শুধু সংস্কারের স্বার্থে তারা মানুষের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার প্রশ্ন, জনলোকপালের জন্য কি দেশের আরও পাঁচ বছর অপেক্ষা করা উচিত? সরকার ছেড়ে বেরিয়ে এসে ফের মানুষের কাছ থেকে আরও জোরদার সমর্থন নিয়ে সরকার গড়ে শক্ত দুর্নীতি বিরোধী আইন পাশ করব, এটাই ভালো।