DMCA.com Protection Status
title="শোকাহত

ক্রিকেটার প্রেমে বন্দি তারা

16382ফিল্ম আর ক্রিকেট। এই দুই জগতের কারো কোন হাঁচি কাশির আওয়াজ শুনলেই কান খাড়া করে রাখে উপমহাদেশের মানুষ। আর এই দুই জগতের কোন রসায়ন হলে তো কথা-ই নেই।

আর শুধু একজন আনুশকা নন, বলিউডের অনেক তারকা-ই জড়িয়ে গেছেন ক্রিকেটারের সাথে। কিংবা অন্যভাবে বলা যায়, ক্রিকেটারদের নিজেদের প্রেমের জালে বেঁধেছেন অভিনেত্রীরা। উদাহরণ আছে অসংখ্য।

আবার শুধু ভারতীয় ক্রিকেটারই নন, পাকিস্তানী, অস্ট্রেলিয়ান আর ক্যারিবিয়ানরাও বাঁধা পড়েছেন অভিনেত্রীদের বাঁধনে। জিনাত আমান-ইমরান খান, ভিভ রিচার্ডস-নিনা গুপ্তা, গ্যারি সোবার্স-অঞ্জু, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি কিংবা বর্তমান সময়ের আনুশকা-কোহলি, শেন ওয়ার্ন-হার্লে…এসবই চলচ্চিত্র আর ক্রিকেটের প্রেমের দীর্ঘ উদাহরণ। টাইগার পতৌদী আর শর্মিলা ঠাকুরের কথা কে না জানে।

আগে পরের তেমনই কয়েক জুটিকে নিয়ে এই আয়োজন।

আনুশকা শর্মা-বিরাট কোহলি

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রেমিক জুটি অভিনেত্রী আনুশকা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি। এমনই জমজমাট প্রেম যে, যেখানে কোহলি সেখানেই আনুশকা আর যেখানে আনুশকা সেখানেই কোহলি। মাস দুয়েক আগে কোহলি নিউজিল্যান্ডে গেলেন ক্রিকেট খেলতে, সময় কাটাতে সেখানে চলে গেলেন আনুশকা। আবার আনুশকা শুটিংয়ের কাজে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুশীলনের ফাঁকে সেখানেই একদিন কাটিয়ে এলেন কোহলি।

এর মাঝে আবার আনুশকার বাড়িতে বিরাট কোহলি টানা পাঁচ রাত কাটিয়েছেন বলে খবর বেরিয়েছিল। সবমিলিয়ে প্রেমের মধুচন্দ্রিমায় আছেন দু’জন। একটি চুলের শ্যাম্পুর বিজ্ঞাপনে একসাথে কাজ করতে গিয়েই মূলত পরিচয় হয়েছিল আনুশকা-কোহলির।

ভিভ রিচার্ডস-নীনা গুপ্ত

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় ভিভ রিচার্ডসকে। ক্যারিবিয়ান অঞ্চলের এই ক্রিকেটারের সাথে দারুণ এক সম্পর্ক গড়ে উঠেছিল ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তের। বিবাহিত’র মতই ছিল তাদের সম্পর্ক। তবে এটিও কম সময়ের। এই জুটির মাসাবা নামের একটি মেয়ের জন্ম হয়। মেয়েটি এখন মায়ের সাথেই আছে। নীনা গুপ্ত এখন টিভি সিরিয়ালে অভিনয় করেন।

শেন ওয়ার্ন-লিজ হার্লে

ক্রিকেট খেলায় অসাধারণ নৈপূণ্যের জন্য সবসময়ই আলোচনায় থাকতেন শেন ওয়ার্ন। সেটি ছিল ইতিবাচক। আর নেতিবাচক বিষয় হলো প্রায়ই নারীঘটিত বিষয়ে তার নাম আসত। পরনারীতে আসক্তির দরুণ শেষ পর্যন্ত সংসারও টিকেনি। স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে ২০০৯ সালে। সম্পর্ক নবায়নও করতে চেয়েছিলেন ওয়ার্ন।

তবে ব্রিটিশ মডেল-অভিনেত্রী হার্লের সাথে পরিচয়ের পর তার আর দরকার পড়েনি। প্রায় বছর দুয়েক একত্রে ভালোই ছিলেন। বেশ অন্তরঙ্গ মুহুর্ত কাটানোর ছবি প্রকাশ হয়েছিল তাদের। কিন্তু গত বছরের শেষের দিকে ভেঙে গেছে এ সম্পর্কও।

শর্মীলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদী

সময়টা ১৯৬৫ সালের। ওই সময় দিল্লিতে শুটিং করছিলেন শর্মীলা। আর সেখানেই কয়েকজন বন্ধুর মাধ্যমে পতৌদীর সাথে শর্মীলার পরিচয়। পতৌদী এতটাই শর্মীলাকে পছন্দ করে ফেলেন যে , শর্মীলার মন জয় করতে তাকে একটা রেফ্রিজারেটর উপহার দিয়েছিলেন পতৌদী। কিন্তু কাজে লাগেনি এই কৌশল। প্রায় চার বছর ধরে গোলাপ পাঠানো আর অবিরত প্রপোজ করার পর গলেছিলেন শর্মীলা ঠাকুর। এতটাই গলেছিলেন যে, বিয়ের জন্য ধর্মান্তরিত হন শর্মীলা। নতুন নাম নেন আয়েশা সুলতানা।

আজহার উদ্দিন-সঙ্গীতা বিজলানি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন আর অভিনেত্রী সঙ্গীতা বিজলানি এখন স্বামী স্ত্রী। বিজলানির মিডিয়ায় আবির্ভাব মিস ইন্ডিয়া হয়ে। আনুশকা-কোহলির মত তাদের পরিচয়ও একটি বিজ্ঞাপন করতে গিয়ে।

ধীরে ধীরে সম্পর্ক গড়ায় ঘনিষ্টতায়। ১৯৯৬ সালে বিজলানিকে বিয়ে করার আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন আজহারউদ্দিন। বিজলানির নাম রাখা হয় পতৌদি’র শর্মিলার মত ‘আয়েশা’।

কিম শর্মা-যুবরাজ সিং

মাস দুয়েক আগে যুবরাজকে দেখা গেল নেহা ধুপিয়ার সাথে। একবার না, পরপর কয়েকবার। সন্দেহ ছড়ায়, নেহা-যুবরাজ প্রেম করছেন। তবে ওই পর্যন্তই। এরপর এখন পর্যন্ত দু’জনকে আর দেখা যায়নি। নেহা’র সাথে সম্পর্কের খবর ঠিক হোক না হোক, মডেল অভিনেত্রী কিম শর্মার সাথে যে যুবরাজের সম্পর্ক ছিল এটি তো প্রমাণিত। সম্পর্ক ছিল প্রায় চার বছর। বেশ মজবুতই ছিল সম্পর্কটা। যার ফলশ্রুতিতে সাতে পাকে বাঁধা পড়াটাই শুধু বাকি ছিল। কিন্তু হবু পুত্রবধুর লাইফস্টাইল নিয়ে বেজায় অসন্তুষ্ট ছিলেন যুবরাজের মা। এরমধ্যে দুইজনই আবার নিজ নিজ ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। ভেঙে যায় সম্পর্ক। পরে ২০১১ সালে কেনিয়ার এক ব্যবসায়ীকে বিয়ে করে নাইরোবিতে সংসার পাতিয়ে ফেলেন কিম। আর ওই বছরই ভারতের বিশ্বকাপ জয়ে সেরা অবদান রেখে বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হন যুবরাজ সিং।

ইমরান খান-জিনাত আমান

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং তেহরিক ই ইনসাফের বর্তমান প্রধান ইমরান খান ছিলেন ‘রোমিও’ টাইপের মানুষ। অনেক ঘাটেই নৌকা ভিড়িয়েছিলেন। বলিউড তারকা জিনাতের সাথেও একসময় তুমুল ডেটিং শুরু হয়েছিল তার। তবে এই সম্পর্কটিতে যতটা ইমরানের ভাব ছিল, তার চেয়ে বেশি ছিল জিনাতের। বলিউড অভিনেত্রী তখন ঘোষণাও দিয়েছিলেন, ইমরানের সাথে বিয়ে হলে অভিনয় ছেড়ে দেবেন। অভিনয় ছাড়তে হয়নি। ইমরান ডুব দিয়েছিলেন অন্য জনে। শেষ পর্যন্ত ব্রিটিশ নাগরিক জেমিমা খানকে বিয়ে করে সংসার শুরু করে দিয়েছিলেন ইমরান। যদিও পরে বিয়েটাও ভেঙে যায়।

ইশা শর্বানি-জহির খান

দুই বছর স্থায়িত্ব ছিল জহির খান আর অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইশা শর্বানির সম্পর্ক। শোনা যায় বিয়ের পরে দু’জন কোথায় থাকবেন এ নিয়ে বাসাও খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু হঠাৎ একদিন ইশা ঘোষণা দিয়ে বসলেন, আমি এখন সিঙ্গেল। গুঞ্জন আছে তারা বিয়েও করেছিলেন।

কিন্তু হঠাৎ কেন জানি থমকে গেল সব। ‘সব নেতিবাচক’ বিষয় জানার দরকার নেই বলে এড়িয়ে গিয়েছিলেন ইশা। একসময় দু’জনই জানালেন সম্পর্ক শেষ। এরপর জহির খানকে দেখা গেছে ভিজে থেকে সিঙ্গার হয়ে যাওয়া রামোনা এরেনার সাথে পার্টিতে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!