DMCA.com Protection Status
title=""

নাস্তিকমাত্রই সন্ত্রাসবাদী, সৌদি বাদশাহর এই ফতোয়া নিয়ে তোলপাড়

16306নাস্তিকমাত্রেই সন্ত্রাসবাদী।এই ফতোয়া দিয়েছেন সৌদি বাদশা। মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' এক রিপোর্টে জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠার কারণে দেশের যাবতীয় রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের কণ্ঠস্বর রোধ করতে এমনই কড়া পদক্ষেপ করেছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ।





রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সৌদি আরব থেকে সিরিয়ার গৃহযুদ্ধে অংশগ্রহণ করতে সে দেশে পাড়ি দিয়েছিল কয়েক লক্ষ সৌদি নাগরিক। দেশে ফিরে তারাই যাতে রাজতন্ত্র উৎখাত করতে সক্রিয় ভূমিকা না করতে পারে, সে কথা মাথায় রেখেই এই নয়া আইন জারি করেছেন রাজা। বিষয়টি মাথায় রেখেই দেশে 'রয়্যাল ডিক্রি ৪৪' জারি করা হয়েছে, যে আইন অনুসারে রাজ্যসীমার বাইরে কোথাও কোনো হিংসাত্মক কাজকর্মে জড়িয়ে পড়লে তিন থেকে কুড়ি বছরের হাজতবাস হতে পারে।





প্রসঙ্গত, গত মার্চ মাসেই মুসলিম ব্রাদারহুড-সহ বেশ কিছু ধর্মীয় সংগঠনকে "নাশকতামূলক সংগঠন"-এর তকমা দিয়েছে সৌদি সরকার। রাজা আবদুল্লার এই পদক্ষেপে মানবাধিকার প্রশ্ন হোঁচট খেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

Share this post

scroll to top
error: Content is protected !!