DMCA.com Protection Status
title="শোকাহত

রোববারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): সকাল থেকেই মন বিক্ষিপ্ত। আপনার মন বিশেষ কারো সান্নিধ্য চাইছে, যাকে নির্দ্বিধায় বিশ্বাস করে কষ্টের কথা বলতে পারবেন। কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিন। বিগত কিছুদিন ধরে চলা ঝামেলা নিষ্পত্তির সুযোগ হতে পারে আজ। তাই সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ করে যান। দিনের শেষভাগে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।   
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): আজ বড় কিছু অর্জনের সম্ভাবনা আছে। তাই নিজের আবেগ সামলে মস্তিষ্ক খাটাতে হবে। কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন, যদি মাথা খাটিয়ে সমাধান করতে পারেন তবে বিশাল কিছু অর্জন সম্ভব। আর সম্পর্কের ক্ষেত্রে আপনার মনের কথাটিই শুনুন। যদি মনে করেন আপনার প্রিয়জনের সঙ্গে আপনার সব কথা ফুরিয়ে গেছে তাহলে ধরে নেবেন কোথাও কোনো একটা ঝামেলা আছে। যা আপনাদের মধ্যে দেয়াল তৈরি করেছে।  
 
মিথুন (মে ২১- জুন ২০):  আপনার চারপাশের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আপনিই নেতৃত্বে চলে আসতে পারেন। তাই একটু ভেবেচিন্তে এবং নিয়মকানুন মেনে কর্মক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। তাই বলে যেচে অন্যকে উপদেশ দিতে যাবেন না। অন্তত প্রিয়জনকে তো নয়ই। কারণ আপনার অহেতুক উপদেশ চর্চা আজকের সুন্দর সন্ধ্যা বরবাদ করে দেয়ার জন্য যথেষ্ট। ব্যবসায়ী হয়ে থাকলে আজ বিনিয়োগ শুভ। 
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): আপনি মনে প্রাণে চেষ্টা করছেন টেনশন না করতে। কিন্তু টেনশনকে দূর করার কোনো কাজ করছেন না। যে বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে ঝামেলায় ভুগছেন, তার মুখোমুখি হোন। কারণ সমস্যা থেকে পালালে কোনোদিন সমাধান হবে না। আপনার ভেতর ইতিবাচক দিক বেশি। সেই ইতিবাচক দিক বিবেচনা করে কর্মক্ষেত্রে অন্যকে প্রভাবিত করতে পারবেন আজ। নিজের হাতকে বিশ্বাস করুন, কারণ এই হাতই আপনাকে এনে দেবে সফল্য। 
 
RASHIসিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): পরিবর্তন সবসময় সুখকর হয় না। যেমন আজ সকাল থেকে যেসব পরিবর্তনের মুখোমুখি হবেন তা নাও মেনে নিতে পারেন। কিন্তু তাই বলে উত্তেজিত হবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনার নিজস্ব গুণাবলীর পরিবর্তন দরকার। নিজস্বতার পরিবর্তন অনেক কঠিন ও সময়সাপেক্ষ কিন্তু আপনার নক্ষত্র বলছে আপনি সহজেই তা অর্জন করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকা হিসেবে আপনি সব বাধা বিপত্তি দূর করতে সক্ষম।
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):  আপনি সবসময় সব কাজে প্রিয়জনের সমর্থন বা সহায়তা চান। কিন্তু সেই চাওয়াটা সরাসরি বোঝাতে পারছেন না। আর এই কারণে মনোমালিন্য আর বিবাদ অহরহই লেগে আছে। আজ অন্তত সব বিবাদ ভুলে প্রিয়জনকে আপনার মনের কথা খুলে বলুন। ব্যাবসায়ী হলে বহির্দেশীয় বাণিজ্যে বিনিয়োগ করলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আপনার অতীত ছিল অনেকটাই প্রাচীন গ্ল্যাডিয়েটরদের মতো সংগ্রামমুখর, রোমের কলোসিয়ামে যাদের সিংহের সঙ্গে যুদ্ধ করে দর্শকের বিনোদন যোগাতে হতো। অতীত ফিরে আসতে পারে আজ। ঢাল তলোয়ার সঙ্গে রাখুন। আপনার ভালোবাসার মানুষটি একজন বিশ্বস্ত মানুষ, তার ওপর ভরসা রাখুন। হারানো প্রেমের দিনের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে উঠতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কারও বিরাগভাজন হতে পারেন। সেক্ষেত্রে আপন কাজে আরও বেশি মনোনিবেশ করতে হবে এবং কিছুকাল মনে রাখতে হবে কবি আবুল হাসানের কথাটি: ঝিনুক নীরবে সহ/ ঝিনুক নীরবে সয়ে যাও। অর্থযোগ নেই। 
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ চারপাশে এমন সব ঘটনা থাকবে যার নেতিবাচক দিকগুলোই প্রকটভাবে চোখে পড়ার মতো। কিন্তু গভীরে তাকালে দেখতে পাবেন ভবিষ্যতের জন্যে ইতিবাচক কিছু নির্দেশনা থাকবে তাতে। আপনার হৃদয়ঘটিত সিদ্ধান্ত দ্রুত বদলাতে পারে। আর তার ফল পরবর্তীতে আরও অস্থির করে তুলতে পারে আপনাকে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার করার সমূহ সুযোগ ফসকে যেতে পারে সহকর্মীর কানপড়া গুণের কারণে। অর্থ আপনার পেছন পেছন ঘুরবে, তবে আপনার মধ্যে বাস করা সৎ অস্তিত্বটি তা গ্রহণ করতে বাধা দিয়ে যাবে প্রাণপণ। 
  
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ধনুর মাথায় নিত্যনতুন পরিকল্পনা খেলে ভবিষ্যতের ব্যাপারে, কিন্তু বাস্তবায়নে পারিপার্শ্বিকতার যে সাহায্য প্রয়োজন তা পান না। আজ পরিপার্শ্ব আপনাকে সহায়তা দিতে পারে সম্পূর্ণ অপ্রত্যাশিত পথে। হলুদ রঙের দিকে চোখ রাখুন। আজ কারও কল্পনার ফানুস হতে পারেন, কিন্তু আবার ফানুসের মতই তার মন থেকে উড়ে যাবে আপনার কথা আকাশের দিকে। অর্থাৎ আপনার আকর্ষণী ক্ষমতা আজ তুঙ্গে থাকবে, কিন্তু তা স্থায়ী হবে খুবই স্বল্প সময়। কর্মক্ষেত্রে আরও একটি খারাপ দিন আসছে, তবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক আপনাকে উৎরে যেতে সহায়তা করতে পারে। অর্থযোগ নাই। 
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আপনার চারপাশে অনেক হট্টগোল হতে থাকবে। ইংরেজি প্রবাদ আছে- সহ্য করতে না পারলে যোগ দাও। ভেবে দেখুন শোরগোলে যোগ দেবেন কি না। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। কোনক্রমেই তার সঙ্গে উঁচুস্বরে কথা বলবেন না। প্রেয়সের মন সহস্র বছরের সখা/সখী সাধনার ধন।  আপনার কাজে একাগ্রতা বজায় রাখুন। আশপাশেই অনেকেই আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে চেষ্টা করবে কিন্তু আপনি সফল হলে তারা আপনার অনুসারী হয়ে থাকবে চিরকাল। পারিবারিক নিরাপত্তার খাতিরে অর্থব্যয়ে কার্পণ্য করবেন না। অর্থাৎ আজ কিছু খসছেই। তবে ফল ইতিবাচক।  
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নতুনকে গ্রহণে পিছপা হতে পারেন, আপনার অতীত অভিজ্ঞতা আপনার কানে মন্ত্র ফুঁকে দিতে পারে। আজ হৃদয়ের দরজা খুলে রাখুন। পুরনো ভালোবাসার মানুষের সঙ্গে আবার গড়ে উঠতে পারে হারানো দিনের মতো মধুর সম্পর্ক। কর্মক্ষেত্রে আপনার চারপাশে যারা আছেন তাদের চেয়ে প্রতিভাবান হিসেবে স্বীকৃতি পাবেন। এটা আপনাকে নেতৃত্ব এনে দিতে পারে। ঘরের আসবাব বিনষ্ট হতে পারে কোনো কারণে, পরোক্ষভাবে অর্থব্যয় ঘটে যাবে।   
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আপনার জুতোর দিকে চোখ রাখুন। আজ আকাশের দিকে তাকিয়েছেন তো মরেছেন। যাকে ভালোবাসতে চাইছেন তার সম্পর্কে আগে থেকেই খুব বেশি নিশ্চিত না হয়ে খোঁজখবর নিন। পুরনো প্রেমিক জুটির রোমান্স শুভ। কর্মক্ষেত্রে কঠিন কোনো সমস্যাকে জলবৎ তরলং করে নিতে পারেন শুধু কথার জোরেই। ক্ষণস্থায়ী কোনো সম্পর্ককেও আজ গুরুত্ব দিতে বাধ্য হবেন। আপনার অর্থব্যয়ে দৈবের হাত যেমন থাকবে, অর্থ আয়েও থাকবে তা-ই। দুই দৈবের মাঝে পড়ে আপনার অর্থভাগ্য যেমন ছিল তেমনই রয়ে যাবে, উন্নতিও হবে না, অবনতিও নয়। 
 

Share this post

scroll to top
error: Content is protected !!