DMCA.com Protection Status
title="শোকাহত

বৃহস্পতিবারের রাশিফল

Thu, 20 Mar, 2014 12:31 AM
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):  সম্ভাবনার দরজা খুলে বেরিয়ে আসবে সাফল্য, যাকে ধরার চেষ্টা করছেন বহুদিন ধরে। কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিলেও সেখান থেকে মুক্তির পথ সহকর্মীর মাধ্যমেই পেয়ে যাবেন। উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভালোবাসার মানুষটির সঙ্গে কেটে যাবে অনেকটা সময়। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। 
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): আজকে অল্পেই কাতর হয়ে যায় এমন মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে। তাদের সান্ত্বনা অথবা ভরসা দিতেও হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন। দিনটি বিশেষ কোনো অর্থ বহন করবে না আপনার কর্মক্ষেত্রে। চিরস্থায়ী কোনো সম্পর্কে নিজেকে স্থাপন করার সম্ভাবনা আছে। অর্থের সুষম অবস্থা। ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন যা কিনা বন্ধুমহল কর্তৃক পরিচালিত হবে।
 
মিথুন (মে ২১- জুন ২০): মানুষকে বিশ্বাস করতে মন আজ সায় দিবে না। সবকিছুতেই কেমন যেন উদাস একটা ভাব লক্ষ্য করবেন। এরজন্য  ভালোবাসার মানুষটি পীড়া দিতে পারে। শরীরে কিছুটা দুর্বলতা টের পাবেন। তবে জেনে রাখুন আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ, এর জন্যেই আচমকা একটি সুসংবাদ পেয়ে যাবেন আজ। ভ্রমণে তৃপ্তি আসবে তবে অর্থ সঙ্কট মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়াবে।
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): আজকে আপনার অনুভূতি আপনার সঙ্গে প্রতারণা করবে। কিছু প্রিয় মানুষ আপনার প্রতি বিরক্তি প্রকাশ করবে। তবে যাই হোক না কেন আপনি অর্থনৈতিক দিক দিয়ে বেশ লাভবান হবেন। শরীরে পাবেন কঠোর পরিশ্রম করার তেজ। ভালোবাসার মানুষটি শুধু আজ আপনাকে কষ্ট দিবে, তাই একে মনে পুষে রাখবেন না ভবিষ্যতে এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে। দূরের যাত্রা শুভ।
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): নিজের ওপর আত্মবিশ্বাস আজ দৃঢ় হবে। যেকোনো প্রতিদ্বন্দ্বী আপনার কাছে হার মানতে বাধ্য। কর্মক্ষেত্রে এর সুফল ভোগ করবেন। পারিবারিক সম্পর্ক আগের চেয়ে ভালো হবে অর্থাৎ চলমান অন্তর্কোন্দল আজ শিথল হয়ে যাবে। সাংস্কৃতিক দিক দিয়ে সম্মান অর্জন করবেন। প্রিয় মানুষ আজ অপ্রিয় মনে হবে। ভ্রমণে প্রশান্তি সম্ভাব্য।
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ পর্যাপ্ত শক্তি ও বুদ্ধির রসদ খুঁজলেই পেয়ে যাবেন। কেউ একজন আপনার পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেবে অর্থাৎ আজকের দিনটিতে আপনাকে সহানুভূতির দ্বারে হাত পাততে হতে পারে। প্রিয় মানুষ আজ আরও প্রিয় হবে কিন্তু পাশে পাবেন না। অর্থ সঙ্কট দিনের মধ্যভাগে মাথাচাড়া দিয়ে উঠবে। প্রতীক্ষায় দিন যাবে আত্মনির্দিষ্টতার জন্য, আত্মস্বচ্ছতার জন্য।
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের দিকে সচরাচর তাকানোর সুযোগ হয় না। এ কথা এজন্যে বলা যে- একাকী কাটাতে হতে পারে আজ অনেকটা সময়। এ সুযোগে যথাসম্ভব শুধরে নিতে পারেন নিজের ভুলত্রুটি, হাস্যকর কোনো আচরণ- যদি থেকে থাকে। প্রেমের ক্ষেত্রে: আজ ভুল না করলেও শেষতক ক্ষমা চাইতে হতে পারে ওনার কাছে। আপোসে মেনে নিন, প্রেম বলে কথা- যুদ্ধ তো আর নয়! কাজের চাপ বাড়বে। ফাঁকে ফাঁকে বিশ্রাম নেয়া শিখতে হবে। প্রতি আধা ঘণ্টা পর- ২ মিনিট বিরতি দিতে পারেন কাজে। পরিচিতদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থযোগ হতে পারে। 
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ বৃশ্চিক নিজেই নিজের বিষে বিবশ হয়ে পড়ে থাকবেন: নট নড়ন চড়ন। অন্যের ওপর চড়াও হতে যাবেন না আজ। ভেতরের রোমান্টিক সত্তাটি জেগে উঠে ক্ষণকালের জন্যে হলেও আপনাকে কবি করে তুলবে। আর যদি খোদ কবিই হয়ে থাকেন তো পায় কে! ‘সৃজনদুয়ার খোলো খোলো’ রব শুরু হয়ে যাবে। কাজের ক্ষেত্রে যে আবেগের কোনো মূল্য নেই- এ কথা কিন্তু সত্য নয়। আবেগকে মূল্য দিয়ে আজ নতুন কাজ বাগিয়ে আনতে না পারলে আর বলছি কী! আর অর্থযোগের জন্যে যেতে হবে সুদূর চীনে, মানে কাঠখড় পোড়াতে হবে আরকি।  
 
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ধনুর জাতককে বলছি- ঝোপ দেখে লাফ দিন। লাফ দেয়ার পর কাঁটা ঝোপ দেখতে পেলে কিন্তু চিৎকারে কোনো লাভ হবে না, মহাকর্ষ আপনাকে নিয়ে সেখানটায় ফেলবেই। আজ প্রেমের ক্ষেত্রে- আপনার কাছে কেউ চেয়ে বসতে পারে কোনো সরাসরি উত্তর- হ্যাঁ অথবা না। তাকে বলুন- আপনি ধনুর জাতক, আপনাকে কেউ যদি শক্তি প্রয়োগে ধনুকের মতো বাঁকা করে ফেলে- তো পরের ফলটা আর ভালো হয় না। ঝাঁ করে তীর ছুটে যায়। আজ পরিষ্কার একটা মগজ (চিন্তার স্বচ্ছতা) আপনাকে বাঁচিয়ে দিতে পারে ঘোরেল বসের কু-নজর থেকে। অর্থভাগ্য অবিশ্বাস্য রকম ভালো আজ। বেশি ভালো দেখালে কিন্তু উল্টোটাও ঘটে কালেভদ্রে!  
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আপনি নিজে যে সমস্যার জাল সৃষ্টি করেছেন- তা থেকে নিজের বুদ্ধির কেঁচিতে ঘ্যাচাং ঘ্যাচ করে নিজেকেই বেরিয়ে আসতে হবে। অন্যের বুদ্ধিকে কারেন্ট জাল জানবেন। শুনবেন তো আরও জড়িয়ে পড়বেন। আজ প্রেমযোগ শুভ। চমৎকার একটা বিকেল আর না ভোলার মতো সন্ধ্যে জন্ম দিতে চাইলে মন ঠিক করুন। অতীতের সমস্যাগুলো থেকে কোনো এক রহস্যময় কারণে আপনি শিক্ষা নিচ্ছেন না। এটা চলতে থাকলে বাকি দিনগুলো যাবে লে মিজারেবল-এর মতো। অর্থযোগের ব্যাপারে একটা প্রশ্ন: টাকা পয়সাই কি সবকিছু? ভালোবাসা কি কিছুই না?   
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ তড়িৎস্পৃষ্ট একটা দিন আপনার- ছুটতে হবে এর কাছ থেকে ওর কাছে- তো ওর কাছ থেকে তার কাছে। সঙ্গে রাখুন চিড়া জাতীয় খাবার, বলা যায় না, হারিয়েও যেতে পারেন। আজ তার সঙ্গে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হতে পারে- হতে পারে শেষটায় কান্নাকাটি থেকে শুরু করে হাত-পা ধরাধরি করে যা তা অবস্থা। প্রেমের নাম বেদনা। সে কথা আগে বুঝলেও কি কোনো কাজ হয়েছে কখনও বলুন? আজ সহকর্মীর অনুপস্থিতিতে কাজের চাপ পড়তে পারে আপনার ওপর। যতই পালিয়ে থাকতে চাইবেন, ততই গুরুত্ব সহকারে আপনাকে খুঁজে বের করা হবে। তারচেয়ে স্বাভাবিক থাকলে বেঁচে যেতে পারেন। পারিবারিক কারণে আপনাকে অর্থব্যয় করতে হয় নিয়মিতই, আজও তার ব্যত্যয় ঘটবে না। 
 

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ মানুষ আপনার হৃদয় নিয়ে খেলবে, পাত্তাই দিতে চাইবে না আমাদের গভীর জলের মাছকে। খেলতে দিন, পৃথিবী সমান ও বিপরীত প্রতিক্রিয়ায় চলে, তাদের বোঝার সুযোগ করে দিন। কিন্তু প্রেমের ক্ষেত্রে মনে রাখবেন- যে আগে হেরে যায়, সেই কিন্তু জেতে। ব্যাপারটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও প্রেমের জগতে এটা ধ্রুব সত্য। বিশ্বাস না হয় মিসির আলিকে জিজ্ঞেস করুন। মিসির আলিরা প্রেম সম্পর্কে একটা বর্ণও জানে না এমন ভাব ধরলেও, তারা জানে না এমন কিছু নেই। কাজের ক্ষেত্রে কমনসেন্সকে কাজে লাগান, ষষ্ঠ ইন্দ্রিয় আজ কাঠ গড়ায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে- যাহা বলিবে, সত্য বলিবে। বন্ধুর সঙ্গে সম্পর্কের সূত্র ধরে ঘটতে পারে বৃষ্টির মতো অর্থপাত।

Share this post

scroll to top
error: Content is protected !!