DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আবার সুভাষ ঘাই,এবার নতুন ম্যাজিক ‘মিষ্টি

image_82522_0দয়াবান, সওদাগর, হিরো, পরদেশ: ছবির নাম শুনেই যে কেউ বলতে পারবেন মিলটা কোথায়। চারটেই সুভাষ ঘাইয়ের সুপারহিট ছবি। যেই চারটিতেই কাজ করেছিল ঘাইয়ের সেই ম্যাজিক্যাল এম ফ্যাক্টর। মাধুরী, মীনাক্ষি, মনীষা, মহিমা- চার অভিনেত্রীই সুভাষের লাকি ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছিলেন। এবারে সেই তালিকায় নতুন সংযোজন কাঞ্চির হিরোইন মিষ্টি।

ক্যারিয়ারের শুরুতে দয়াবানের মতো হিট ছবি দিয়ে বলিউডে শক্ত মাটি পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। সওদাগরে অভিনয়ের পর থেকে ছবির প্রস্তাবে ভরে গিয়েছিল মনীষা কৈরালার ঝুলি। নিজের এম ফ্যাক্টরের জন্য অভিনেত্রীদের নামও বদলে দিয়েছেন সুভাষ। শশীকলা শেষাদ্রিকে মীনাক্ষি নাম দিয়ে বিখ্যাত করেছিলেন সুভাষ। সুপারহিট ছবি মীনাক্ষিকে বলিউডে প্রতিষ্ঠা করেছিল। ঋতু চৌধুরীকে মহিমা নামে বলিউডে আত্মপ্রকাশ করিয়েছিলেন সুভাষ। পরদেশের সাফল্য কারও অজানা নয়। এমনকি সুভাষ ঘাইয়ের প্রযোজনা সংস্থার নামও মুক্তা আর্টস।

আরও একবার সেই ম্যাজিক্যাল এম ফ্যাক্টর দেখার আশায় সুভাষ। অনেক অডিশনের পর খুঁজে পেয়েছেন আগামী ছবি কাঞ্চির অভিনেত্রী ইন্দ্রানী চক্রবর্তীকে। ম্যাজিকের আশায় তার নাম বদলে করেছেন মিষ্টি। আরও একবার সুভাষের এম ম্যাজিকের আশায় বলিউড।

Share this post

scroll to top
error: Content is protected !!