DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মালয়ী বিমান দুর্ঘটনা, ভুয়া পাসপোর্টে ৪ যাত্রী, ঘনীভূত হচ্ছে রহস্যঃনাশকতার আশংকা

malaysia-planeকুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে শুক্রবার ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-২০০ বিমানটির নিখোঁজ হওয়া নিয়ে রহস্য ঘণীভূত হয়ে উঠেছে। এরইমধ্যে দক্ষিণ চীন সাগরের থাই উপসাগরীয় অঞ্চলের ভিয়েতনাম উপকূলে ভাসতে দেখা গেছে দীর্ঘ তেলের রেখা। কিন্তু এখনও হদিশ মেলেনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই অভিশপ্ত বিমানটির।

 
এর মধ্যেই জানা গিয়েছে আরো এক চাঞ্চল্যকর তথ্য। বিমানের যাত্রীদের মধ্যে ৪ জন ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছিলেন। তাদের পরিচয় সম্পর্কে এখনো সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ। মালেশিয়ার বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ওই চারজনের পরিচয় সম্পর্কে এখনও অন্ধকারে কর্তৃপক্ষ।
 
কিভাবে ওই চারজন ভুয়া পাসপোর্ট দেখিয়ে বিমানে উঠলেন, সে বিষয়ে অন্ধকারে মালয়েশিয়া প্রশাসন৷ রোববার মালয়েশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে এই মুহূর্তে নিখোঁজ বিমান ও তার ২৩৯জন যাত্রীর হদিশ পাওয়া বেশি জরুরি। যদিও অনুকূল আবহাওয়ায় বিমান কিভাবে নিখোঁজ হয়ে গেল, সে বিষয়ে অন্ধকারে তদন্তকারীরা।
 
মালয়েশিয়ার ওই মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের হাতে বিমান ছিনতাইসহ সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে হাত লাগিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

Share this post

scroll to top
error: Content is protected !!