DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে:আনিসুল হক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যপক অপব্যবহার হচ্ছে উল্লেখ করে মিডনাইট হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অপব্যবহার বন্ধে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই আইনের সরাসরি মামলা গ্রহণ না করার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে মামলা গ্রহণের আগে আইসিটি সেলের কাছে অনুমোদন নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। 
আনিসুল হক জানান, ডিজিটাল সিকিউরিটি আইনে অনেক অহেতুক বহু মামলা করা হচ্ছিল। এ প্রেক্ষাপটে ২০১৯ সালে আমি বলেছিলাম- এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করার পর তিনি ব্যবস্থা নিয়েছেন।

তিনি জানান, এ আইনে মামলা হলে সঙ্গে সঙ্গে কাউকে যেন গ্রেপ্তার না করা হয়। আমরা সেই ব্যবস্থাও নিয়েছি। এর ফলে এখন যত্রতত্র গ্রেপ্তার হচ্ছে না। মন্ত্রী বলেন, দরকার হলে এ আইনটি সংশোধন করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি আরও বলেন, এটি সাংবাদিকতায় বাধা সৃষ্টির জন্য করা হয়নি।

টেকনোলজির উন্নয়ন হয়েছে। এর মাধ্যমে যে অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেগুলোও মোকাবিলা করতে হবে। সেজন্য আইনটি করেছি।

Share this post

scroll to top
error: Content is protected !!