DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

লেবানন বিষ্ফোরনে ক্ষতিগ্রস্থ বাংলাদেশের যুদ্ধজাহাজ বিজয় মেরামত করে দেবে তুরস্ক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সম্প্রতি  লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত জাহাজ বিএনএস বিজয় মেরামত করে দিতে এগিয়ে এসেছে বন্ধুপ্রতিম মুসলিম দেশ তুরস্ক।আজ  শুক্রবার এক টুইটবার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে বার্তায় বলা হয়,ভ্রাতৃত্বের নিদর্শন স্বরুপ  বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা(বিএনএস) বিজয় পরিপুর্ন ভাবে মেরামত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

ওই ঘটনায় বাংলাদেশর এই যুদ্ধ জাহাজটি ব্যপক ক্ষতিগস্থ হওয়া ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ মোট ১০৮ জন প্রবাসী বাংলাদেশী আহত হন। নিহত হয়েছেন ৫ বাংলাদেশি।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে এমোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণে ১৭৮ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

Share this post

scroll to top
error: Content is protected !!