DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গরিবের ১১ বস্তা চাল নিজের ঘরে, ইউপি সদস্য আটক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল চুরির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্লী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ১১ বস্তা ভিজিএফের চাল।

ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক প্রদীপ রায় জাগো নিউজকে বলেন, ভিজিএফের চাল অসহায়-দুস্থদের মাঝে বিলি-বণ্টন না করে ইউপি সদস্য রেজাউল ইসলাম নিজ বাড়িতে রেখেছেন- এমন গোপন সংবাদে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে তার নিজ বাড়ি ও আশেপাশের বাড়ি থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে বাড়ির পাশে ধান রাখা গোলার মধ্যে লুকিয়ে পড়েন ইউপি সদস্য রেজাউল ইসলাম। পরে সেখান থেকে তাকে আটক করা হয়েছে।

উপপরিদর্শক প্রদীপ রায় আরও বলেন, এ ঘটনায় ব্রাহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম বাদী হয়ে আটক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!