DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পুলিশ অত্যন্ত ধৈর্য্যের সাথে ভ্যাট বিরোধী আন্দোলন মোকাবেলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

homeminক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আন্দোলনের নামে বেসরকারি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ধ্বংসাত্মক কর্যকলাপ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ঈদুল আজহা উপলক্ষে রবিবার দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলা করছে।’

ভ্যাটের বিষয়ে তিনি বলেন, ‘ভ্যাটের বিষয়টা অর্থমন্ত্রণালয় দেখছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে কাজ করছে। আশা করি খুব শিঘ্রই এ সঙ্কটের সমাধান হবে এবং জনভোগান্তি কমে আসবে।’

টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Share this post

scroll to top
error: Content is protected !!