DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শওকত মাহমুদ গ্রেপ্তারঃ পুলিশের বাধায় সংবাদ সম্মেলন পণ্ড

showkatক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পুলিশের বাধায় তিন সিটি নির্বাচনের কারচুপি অনিয়ম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলন করতে পারেনি ঢাকা আদর্শ আন্দোলন। এসময় সংগঠনটির সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সকাল ১১টায় রাজধানীর সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮শে এপ্রিল অনুষ্ঠিত তিনি সিটি নির্বাচনের অনিয়ম ও কারচুপি তুলে ধরতে আজ সকালে ওই কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ‘ঢাকা আদর্শ আন্দোলন’।

নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

কিন্তু পুলিশ তাদের কনভেনশন সেন্টারে প্রবেশ করতে দেয়নি। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে আটক মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরে তাকে রাজধানীর যাত্রাবাড়ীর থানায় গাড়ি পোড়ানোর তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওদিকে পুলিশের বাধায় সংবাদ সম্মেলন না করেই সেখান থেকে চলে আসেন অন্যরা। ওই কনভেনশন সেন্টারটিতেও তালা দিয়ে দেয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ বলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের দুইবারের সভাপতি শওকত মাহমুদকে আটক করা একটি নিন্দনীয় ঘটনা। অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

Share this post

scroll to top
error: Content is protected !!