DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শেখ হাসিনাই সর্ব প্রথম বিশ্ববাসীকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন : মোস্তাফা জব্বার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম সারা দুনিয়াকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন।  চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লব। এই বিপ্লবের চরিত্রই হচ্ছে অতীতের সব বিপ্লব অতিক্রম করে নতুন নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করে সভ্যতার নতুন স্তর নির্মাণ করা, ডিজিটাল সভ্যতা গড়ে তোলা।’

গতকাল রোববার রাতে সেনাবাহিনীর আইটি পরিদপ্তর ও সিগন্যাল পরিদপ্তর এবং বিটিসিএলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম ইন্টারনেট।  ইন্টারনেটকে মেক্সিকোসহ পৃথিবীর কোনো কোনো দেশ ষষ্ঠতম মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। পৃথিবীর সব দেশ একদিন মেক্সিকোকে অনুসরণ করবে। আমাদের গর্বের বিষয় পৃথিবীতে দেশের নামের আগে আমরাই ডিজিটাল শব্দ যোগ করেছি।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সারা দুনিয়াকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১১ বছরে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি এবং রোবটিক্স প্রযুক্তিসহ যেসব ডিজিটাল প্রযুক্তিতে পৃথিবী প্রবেশ করেছে তা সেনাবাহিনীর জন্য যেমন গুরুত্বপূর্ণ জনগণের জন্যও তেমনি অপরিহার্য।’

মন্ত্রী বলেন, ‘জাতি হিসেবে বাঙালি মেধাবী জাতি। মেধাকে ব্যবহার করতে পারলে আমাদের ভবিষ্যৎ আমরাই তৈরি করব। ডিজিটাল বিপ্লবের যুগে প্রচলিত সমরাস্ত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ থেমে থাকবে। মনুষ্যবিহীন ড্রোন দিয়ে হাজার হাজার মাইল দূর থেকেও অভীষ্ট লক্ষ্য ভেদ করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিতে পেছন থেকে মানুষ হয়তো প্রোগ্রামিং করবে, যুদ্ধ করবে রোবট। হয়তো বিমানের বদলে ড্রোন দিয়ে যুদ্ধ করা, সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না।’

মোস্তাফা জব্বার বলেন, ‘বিটিসিএলের সাথে সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি জনবল প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার সুযোগ পাবে যা তাদের আরো দক্ষ করে তুলবে। এই সমঝোতার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর আইটি পরিদপ্তর ও সিগন্যাল পরিদপ্তর এবং বিটিসিএল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের দক্ষ জনবল কাজে লাগিয়ে সরকারের টেকসই ডিজিটাল অবকাঠামো বিনির্মাণ ও চালনায় বিশেষ ভূমিকা রাখবে এবং আইটি ও টেলিযোগাযোগ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে অবদান রাখবে।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. সফিকুর রহমান এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন বক্তব্য দেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!