DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অভিযোগ প্রমাণ হলে খালেদা জিয়াকে সাজা ভোগ করতে হবেঃ দুদক চেয়ারম্যান বদিউজ্জামান

Rangpur41‘উনি দোষী, কী দোষী না। আমি তার রায় দেয়ার মালিক না। আমি তদন্ত করে একটি অভিযোগ পেশ করেছি। এখন আপনি যদি বলেন অভিযোগ মিথ্যা। তাহলে আপনি বড় বড় উকিল দিয়ে অভিযোগ খণ্ডন করতে পারেন। আপনি সেটা খণ্ডন করেন। বড় বড় মামলা থেকে অনেকেই মুক্ত হচ্ছে। আপনি যদি বিচারে দোষী সাব্যস্ত হোন। তাহলে আপনাকে সাজা ভোগ করতে হবে। আর আপনি যদি নির্দোষ প্রমাণিত হোন, তবে আপনি মুক্ত হবেন। আমি তাদের (খালেদা জিয়ার আইনজীবীদের) অনুরোধ করবো। আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করেন। তাহলে জাতি একটা নিশ্চিত ফল দেখতে পাবে।’

সোমবার দুপুরে রংপুর মহানগরীর আরডিআরএস বাংলাদেশ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘বারবার করে বলা হচ্ছে মামলাগুলি মিথ্যা। তাহলে আমি বলবো। যদি মিথ্যা মামলা হয়। এতেই তো আপনাদের সুযোগ। আপনারা মিথ্যা প্রমাণ করে মুক্ত হয়ে যান। আমি চাই তো সেটা আপনারা করেন। মামলাটা শেষ হয়ে যাক। কিন্তু আপনারাই তো তা হতে দিচ্ছেন না। বারবার করে কোনো না কোনো অজুহাত তুলে আপনারা মামলা উচ্চ আদালতে তুলছেন। একবার বলছেন বিচারকের প্রতি আস্থা নাই। একবার বলছেন বিচারকের নিয়োগ ঠিক হয় নাই। এভাবে নানারকম বাহানা করা হচ্ছে। এজন্য কয়েকবার বিচারকও পরিবর্তন করা হয়েছে।’

দুদককে টিআইবির দেয়া দায়মুক্তির কমিশন প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি বলি না যে টিআইবির রিপোর্ট একেবারেই মিথ্যা। টিআইবি তারা মূল্যায়ন করেছে। তবে আমার মনে হয় সেটি পুরোপুরি ঠিক নয়।’

তিনি বলেন, ‘দুর্নীতি আছে বলেই জাতিসংঘ চিন্তাগ্রস্ত। সবখানেই দুর্নীতি আছে। যুক্তরাষ্ট্রে আছে। বিশ্ব্যব্যাংকেও আছে। দুর্নীতি কীভাবে কমানো যায় সেটিই আমাদের লক্ষ্য। কারণ দুর্নীতি দেশের জন্য খারাপ। জনসাধারণের জন্য খারাপ। অর্থনীতির জন্য খারাপ।’

বিএনপিকে বিরোধী দল উল্লেখ করে বদিউজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে দুর্নীতির বিষয়টিতে যখন যারা ক্ষমতায় থাকে, তারা একধরনের কথা বলে, যারা বিরোধী দলে থাকে, তারা একধরনের কথা বলে। বিরোধী দল যখন সরকারে আসে বা এই দলগুলো যখন সরকারে যাবে, তখন তাদের সুর কিন্তু অন্যরকম হয়ে যাবে’।

Share this post

scroll to top
error: Content is protected !!