DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মার্কিন গোপন নথিও যেখানে ফাঁস হয়, তাহলে প্রশ্নপত্র ফাঁস অসম্ভব কিছু নয়’:প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

 

101455_1মার্কিন বিভিন্ন গোপন নথিও যেখান ফাঁস হয়, তাই প্রশ্নপত্র ফাঁস হওয়া অসম্ভব কোনো ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।


‘হতে পারে আমাদের দেশের কোনো গরিব কর্মচারী বা বিজি প্রেস কিংবা মন্ত্রণালয়ের কেউ বা ডিজি অফিসের কোনো লোক করতেই পারে’ যোগ করেন তিনি।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর বলেন, ‘আজকের যুগে উইকিলিকস এত কিছু ফাঁস করতে পারে, তাহলে প্রশ্নপত্র ফাঁস হওয়া অসম্ভব কোনো ব্যাপার নয়।’

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘আগের দিনে ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার দিনে মিলে গেলেই সেটাকে পুরোপুরি প্রশ্ন ফাঁস বলা যায়। আর ৫০টির মধ্য ২০টি মিলে গেলে সেটা তো ছেলে-মেয়েরা পড়ে আসলে মিলে যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘একটি মহল বাচ্চাদের এ পরীক্ষাটা চাচ্ছে না। এ জন্য মত সৃষ্টি করা হচ্ছে। তিনি আগামী দিনে নতুন প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশে গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।’

নিজ এলাকার (দিনাজপুর) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে মোস্তাফিজুর বলেন, ‘ফাঁস ফাঁস ফাঁস বলে চারপাশে রব উঠুক, এটাই চাওয়া হচ্ছে। এই পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠুক, তা–ই বলা হচ্ছে প্রশ্ন ফাঁস।’

কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান (জয়), স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার, নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!