DMCA.com Protection Status
title="শোকাহত

গোলাম আযমের জানাজা নিয়ে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ করলেন দেশ নায়ক তারেক রহমান

1413699103গোলাম আযমের জানাজা নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ করলেন দেশনায়ক তারেক রহমানঃ



গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক: জনাব তারেক রহমান



‘জনাব তারেক রহমানের পরামর্শে বিএনপি অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেনি’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
15491_10205210360247706_7692908456981959252_nরহমান নিজেই।

গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে লন্ডন থেকে টেলিফোনে তিনি এ প্রতিবাদ জানান।

দেশ নায়ক তারেক রহমান বলেন, গোলাম আযমের নামাজে জানাজা নিয়ে তাকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মনগড়া। নামাজে জানাজায় অংশগ্রহণের বিষয়ে বিএনপির কোনো নেতাকেই তিনি কিছু বলেননি। কারো সাথে এ নিয়ে কোনো কথাও হয়নি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।


ফোনে কথা বলার সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক আবদাল আহমদ, ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও প্রেস কাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী।

Share this post

scroll to top
error: Content is protected !!