DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষঃ শিবিরের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

1409032636চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিসহ শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।



মঙ্গলবার সকালে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হাকিম বাদী হয়ে শিবিরের ১০০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০-৩০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করেন। তবে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে এতে আসামি করা হয়নি।

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল জানান, সোহরাওয়ার্দী হলে শিবির- ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় শিবিরের ৪৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসআই আতিকুর রহমানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত রবিবার চবিতে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষ চলাকালে রাত সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৩টি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করা হয়। 

Share this post

scroll to top
error: Content is protected !!