DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সমবেদনা জানাতে ফিলিস্তিন দূতাবাসে বেগম খালেদা জিয়া

rs6riw5wগাজায় ইসরায়েলের হামলায় সহস্রাধিক নিহতের ঘটনায় সমবেদনা জানাতে বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যান তিনি। এসময় বিএনপি চেয়ারপারসন অব্যাহত ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ও আহতদের সমবেদনা জানিয়ে দেশটির রাষ্ট্রদূত কোরের ডিন শাহার মুহাম্মদের কাছে ৫ লাখ টাকার অর্থিক অনুদান তুলে দেন। এসময় খালেদা জিয়া দুঃখ প্রকাশ করে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে দেয়ার জন্য একটি চিঠি রাষ্ট্রদূতের হাতে দেন।

সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের একথা জানান। শমসের মবিন জানান, চিঠিতে খালেদা জিয়া লিখেছেন, আমরা ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনায় মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি।

চিঠিতে খালেদা জিয়া আশা প্রকাশ করেন, অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে সমস্যা সমাধান হবে। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়াপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!