DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

৫ জানুয়ারির নির্বাচন ছিলো ক্রুটিপূর্ণঃনব-নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিক্যাট

US-ambasadorগত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন সন্দেহাতীতভাবে ‘ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হতে যাওয়া মারসিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট। তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সংলাপে বসা প্রয়োজন যার মাধ্যমে একটি অধিক প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা সম্ভব হবে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির সামনে বিবৃতি দেয়ার সময় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘যদি আমাকে সেখানে পাঠানো হয়, তাহলে আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে জবাবদিহিতা, মানবাধিকার ও গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্যোগকে সহায়তা করবো।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা বার্নিক্যাট বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। নির্বাচন পরবর্তী সহিংসতার সময় বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস ঘনিষ্ঠভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এছাড়াও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ, রাজনৈতিক সহিংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারেও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’

সিনেটে বক্তৃতা দেয়ার সময় বার্নিক্যাট সরকারের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে কাজ করার ব্যাপারেও জোর দেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধী নয়, তবে তা ন্যায্য, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে করতে হবে।’

উল্লেখ্য, বার্নিক্যাট ঢাকায় মার্কিন দূতাবাসে ড্যান ডব্লিউ মজিনার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!