DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঢাকা মহানগর বিএনপির নব-ঘোষিত আহ্বায়ক কমিটিতে আছেন যারা

BNP2বিএনপি ঢাকা মহানগরী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে চেয়ারপারসনের পরামর্শক্রমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি-

উপদেষ্টামণ্ডলী:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সাবেক সদস্য সচিব আব্দুস সালাম।

download (19)আহ্বায়ক: 

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

যুগ্ম-আহ্বায়ক: 

চেয়াপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, সমবায় বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন আহম্মেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, কারান্তরীন সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু, নির্বাহী কমিটির সদস্য এম, এ. কাইয়ুম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল সাইদ খান খোকন।

সদস্য সচিব:

আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেলকে।

আহ্বায়ক কমিটির সদস্য:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য এসএ খালেক, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূইয়া, যুব-বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহম্মেদ, আব্দুল লতিফ (কলাবাগান), আব্দুল মজিদ (রমনা), আনোয়ারুজ্জামান আনোয়ার (তেজগাঁও), শামছুল হুদা (সবুজবাগ), সাজ্জাদ জহির (শাহজাহানপুর), একরামুল হোসেন (শাহজাহানপুর), ইউনুস মৃধা (খিলগাঁও), বজলুল বাসিত আনজু (মিরপুর), সাদেক আহম্মেদ (মুক্তিযোদ্ধা), আলী আজগর মাতবর (কাফরুল), নিতাই চন্দ্র ঘোষ (সুত্রাপুর), আহসান উল্লাহ হাসান (পল্লবী), বোরহানুজ্জামান ওমর (পল্টন), হারুন অর রশিদ হারুন (মতিঝিল), সিরাজুল ইসলাম সিরাজ (কলাবাগান), গোলাম হোসেন (সবুজবাগ), তানভীর আদেল বাবু (পল্টন), আবুল হাসান তালুকদার ননী (শাহবাগ), আবু মোতালিব (চকবাজার), আলী ইমাম আসাদ (পল্লবী), আবদুল মহিন (মোহাম্মদপুর), আব্দুস সামাদ (কোতয়ালী), হাজী আলতাফ হোসেন (লালবাগ), ফরিদ আহম্মেদ ফরিদ (দয়াগঞ্জ), আনোয়ার পারভেজ বাদল (চকবাজার), আক্তার হোসেন (খিলক্ষেত), নবী উল্লাহ নবী, হাজী মীর হোসেন মীরু, ফখরুল ইসলাম ফরু (রামপুরা), ফেরদৌস আহম্মদ মিষ্টি (শাহ আলী থানা), তানভীর আহমেদ রবিন (কদমতলী), শেখ রবিউল আলম (ধানমণ্ডি), কফিল (উত্তরা), আরিফুর রহমান নাদিম (আরমানিটোলা), জাফরুল (বংশাল), এসএম জিলানী।

Share this post

scroll to top
error: Content is protected !!