DMCA.com Protection Status
title="শোকাহত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এখন আরও দেরি হবে

Visa-e1404833670845 যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির জন্য সাক্ষাৎকারের সময়সীমা বাড়বে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এতদিন ভিসা আবেদনের পর সাধারণ ৭ থেকে ১০ দিনের মধ্যে সাক্ষাৎকারের দিন জানিয়ে দেয়া হলেও এবার সে সময় বাড়বে। তবে তা কতদিন বাড়তে পারে তা জানানো হয়নি।

মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাধারণত জুলাই থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ননইমিগ্রেন্ট ভিসা আবেদনের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত ভিসা আবেদেনের চাপ কমাতেই এ সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনকৃত সবাইকে সেপ্টেম্বর বা তার পরের মাসে সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।

তবে যারা ২০০৮ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করে এসেছেন তাদের জন্য মন্ত্রণালয়ের আলাদা ড্রপ বক্স রাখা হয়েছে। তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থায় দ্রুততম সময়ের মধ্যে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস সূত্র।

Share this post

scroll to top
error: Content is protected !!