DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজার স্থগিতাদেশ শেষ হচ্ছে আগামী মাসে।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কথিত দুর্নীতির মিথ্যা মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজার ছয় মাসের স্থগিতাদেশের সময়সীমা আগামী মাসে শেষ হচ্ছে।

খালেদার জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় সাজা স্থগিতের সময় বাড়াতে তার পরিবার পক্ষে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (৮ আগস্ট) মির্জা ফখরুল বলেন, “সাজা স্থগিতের সময় বাড়াতে তারা সরকারের কছে আবেদেন করবেন কিনা, পরিবার এখনো সিদ্ধান্ত নেয়নি।”

ফখরুল বলেন, “এখনও যেহেতু ম্যাডাম সুস্থ হননি। তিনি একেবারেই আগের অবস্থাতেই আছেন। এ পরিস্থিতিতেই সাজার স্থগিতাদেশের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে।”

“সাজা স্থগিতের সময় বাড়াতে পরিবার এখনও সিদ্ধান্ত নেয়নি। অতীতের মতো ম্যাডামের পরিবারের পক্ষ থেকেই ব্যবস্থা নেয়া হবে,” যোগ করেন তিনি।

সময় হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, বিএসএমএমইউ হাসপাতালের ডাক্তাররা যেই চিকিৎসা দিয়েছিলেন সেটাকেই ফলোআপ করছেন এখন তার ব্যক্তিগত চিকিৎসকেরা। করোনাভাইরাসের কারণে তিনি উন্নত কোনো চিকিৎসা নিতে পারেননি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ হাসিনা সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হয়।যার মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে চলেছে।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথিত দুর্নীতির বানোয়াট মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান।

Share this post

scroll to top
error: Content is protected !!