DMCA.com Protection Status
title="শোকাহত

হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবেঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

pm_senanibasসংবিধান রক্ষা ও গণতান্ত্রিক ধারা সুসংহত করাসহ যে কোন হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সেনানিবাসে অনুষ্ঠিত ২০১৪ সালের সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে এ আহবান জানান তিনি।

এ সময় পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের উর্ধ্বে উঠে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা, নেতৃত্বসুলভ গুণাবলী, জ্যেষ্ঠতা, শৃঙ্খলা, সততা ও নিযুক্তিগত উপযোগিতার ওপর গুরুত্বারোপের পরাপমর্শ দেন তিনি।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া সেনাসদরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, ছাড়াও সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!