DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তারেক রহমানের বক্তব্য খণ্ডনে ব্যর্থ আওয়ামী লীগঃরুহুল কবীর রিজভী

image_93939_0বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। তাই তারা গালাগালি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।



তিনি বলেন, ‘জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় আইনমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।’



সোমবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



রিজভী বলেন, ‘আওয়ামী লীগ চতুষ্পদ শ্রেণীতে পরিণত হয়েছে। সে খবর তারা না রেখে তারেক রহমানকে নিয়ে হেচকি খাচ্ছে। তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে গালাগালি করছে।’



‘জিয়া পরিবারের বিরুদ্ধে কেউ বিষোদগার করলে তার সমস্ত অপরাধ প্রধানমন্ত্রী মাফ করে দেন’ বলেও অভিযোগ করেন তিনি।



তিনি বলেন, ‘মনে হচ্ছে  সরকারের মন্ত্রী ও দলের লোকেরা পাবনা মেন্টাল হসপিটালের তালা ভেঙ্গে পড়া পাগলদের মতো হয়ে পড়েছে। কারণ যে অমূল্য ধন ক্ষমতা তারা পেয়েছেন সেটি হারানোর ভয়েই এই উন্মাদগ্রস্ত হয়ে পড়া।’



রিজভী আরো বলেন, ‘অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তারা অহরহ কদর্য ও কুরুচিপূর্ণ গালিগালাজে অলিম্পিক প্রতিযোগিতায় নেমেছে। আর তাদের প্রধান লক্ষ্য হচ্ছে জিয়া পরিবার।’

Share this post

scroll to top
error: Content is protected !!