DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আল-কায়েদা বাহিনী যুক্তরাষ্ট্রের সৃষ্টি : হিলারি ক্লিনটন

hilaryআফগানিস্তানে তৎকালীন সোভিয়েত বাহিনীকে পরাস্ত করতেই যুক্তরাষ্ট্র আল-কায়েদা বাহিনী সৃষ্টি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর হিলারি ক্লিনটনের করা এক মন্তব্যের পর খোদ যুক্তরাষ্ট্রেই ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ফক্স টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই গোপন বার্তা ফাঁস করলেন। ১৯৮০ থেকে ১৯৯৪ সালের এই সময়ের মধ্যে আফগানিস্তানে একটি সশস্ত্র বাহিনী তৈরিতে যুক্তরাষ্ট্র প্রায় ৫৩ মিলিয়ন ডলার খরচ করেছিল।

আর এই পুরো প্রকল্পটি নিয়ন্ত্রণ করা হত পাকিস্তানভিত্তিক একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। ওই প্রকল্পের আওতায় আফগানিস্তানের বাচ্চাদের পাঠ্যপুস্তকে সন্ত্রাস ও মরণাস্ত্র সম্পর্কিত অনেক প্রবন্ধ প্রকাশ করে হয়েছিল।

শুধু তাই নয় সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য কোন কোন অস্ত্র ব্যবহার করলে ভালো হবে এমন তথ্যও অনায়াসে দেওয়া হয়েছিল সে সময় পাঠ্যপুস্তকগুলোতে।

এ ছাড়াও ইংরেজি বর্ণমালা পরিচয়ে বিভিন্ন উসকানিমূলক শব্দ ও বাক্য নিয়ম করে পড়ানো হতো। যেমন ইংরেজি ‘টি’তে ‘টুফাঙ (বন্দুক- জাবেদ বন্দুক হাতে মুজাহিদিনে যুক্ত হয়)’ এবং ‘জে’তে জিহাদ শেখানো হতো। 

Share this post

scroll to top
error: Content is protected !!