DMCA.com Protection Status
title="শোকাহত

ভাবী প্রধানমন্ত্রী মোদিকে মমতার বয়কট

image_92077_0পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের তাড়ানো নিয়ে ভারতের হবু প্রধানমন্ত্রী বিজেপি নেতা মোদি আর বাংলার মুখ্যমন্ত্রী মমতার রাজনৈতিক তর্কবিতর্কটা তুঙ্গে ছিল দেশটির লোকসভা নির্বাচনকে ঘিরে। এমনকি বেশকয়েকবার মোদিকে বকাও দিয়েছেন মমতা। সে রাগটা এখনো পড়েনি বাংলার রানীর। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও মোদিকে তিনি বয়কটের ঘোষণা দিয়েছেন।



আগামী ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের প্রায় কয়েকহাজার অতিথি আমন্ত্রণ পেয়েছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।



তবে জানা গেছে, মমতা মোদির সেই শপথ অনুষ্ঠনে অংশ নেবেন না। এমনকি ওই অনুষ্ঠানে তৃণমূলের কোনো নেতা ও নির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন না।



এদিকে নির্বাচনে জয় পাওয়ার পর কংগ্রেস ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানালেও কোনো শুভেচ্ছাবার্তা পাঠায়নি তৃণমূল।



প্রসঙ্গত, ১৯৯৬ সালেও বিজেপি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করেছিল তৃণমূল কংগ্রেস।

Share this post

scroll to top
error: Content is protected !!