DMCA.com Protection Status
title="শোকাহত

জুলাইয়ে তিন কোচ পাচ্ছে টাইগাররা

image_90810_0জুনে ঘরের মাঠে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল ভারতের বিপক্ষে সিরিজে জাতীয় দলের ক্রিকেটাররা বিদেশী কোচ পাচ্ছে না এটা প্রায় নিশ্চিত। জাতীয় দলের প্রধান কোচ থেকে শেন জার্গেনসেন পদত্যাগে পর এখনও বিদেশী কোচ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত সিরিজে দেশী কোচ নিয়েই খেলতে হচ্ছে মুশফিকদের। ভারত সিরিজে কোচের তালিকায় এগিয়ে রাখা হয়েছে সারোয়ার ইমরানকে। তবে জুলাইয়ের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা নতুন কোচ পাচ্ছে এটা নিশ্চিত করেছে বিসিবি।



কোচ নিয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘আমরা খুব শীঘ্রই হয়তো বিদেশী কোন একজনকে চূড়ান্ত করবো। প্রধান কোচের ব্যাপারে বলতে পারেন প্রায় ৭৫% আলোচনার কাজ শেষ হয়েছে।’

 

জুনে ভারত সিরিজের আগে দেশী কোচ আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ ভারত সিরিজের আগে জাতীয় দলের প্রধান কোচ পাওয়ার সম্ভাবনা কম। তবে আশা করি জুলাইয়ের প্রথম থেকেই নতুন কোচ পাবে জাতীয় দল। অর্থাৎ জুলাই থেকেই নতুন কোচ জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবে। এ মাসের মধ্যেই আপনাদের নিশ্চিত করতে পারবো কে হবেন পরবর্তী প্রধান কোচ।’

 

জাতীয় দলের জন্য কত জনকে কোচ নিয়োগ দেয়া হবে জানতে চাইলে,‘প্রধান কোচ ছাড়াও  তিনজনকে আমরা প্রাথমিকভাবে নিয়োগ দিব। যাদের মধ্যে হেড কোচ, বোলিং কোচ ও স্ট্রেন্ড এন্ড কন্ডিশনিং কোচ থাকবে।’

 

এর আগে হেড কোচে নিয়োগ দিয়ে পরে সহকারী কোচ নিয়োগ দিয়েছিলেন। তো এবার আপনাদের কেমন পরিকল্পনা। এবার পরিকল্পনা কি? জালাল বলেন,‘ এর আগে আমরা স্টুয়ার্ড লয়ের সময় একবার ফিল্ডিং কোচ নিয়ে এসেছিলাম। সামার এডভইজে। তাছাড়া যতবার হেড কোচ এসেছিলো আমরা নিজেদের পছন্দ মত হেড কোচের সাব স্টাফ দিয়েছি। আমরা অন্য কয়েক জায়গায় বোলিং কোচ দেখেছি। এবং হাই পারফরম্যান্স কোচও দেখেছি। ওদের সঙ্গে কথা বলেছি। এবং আশা করি তারাও কয়েকজন ঠিক হয়ে যাবে।’

 

ফিল্ডিং কোচ নিয়ে তিনি বলেন,‘ ফিল্ডিং কোচের ব্যাপারে আমরা অনেক খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। যারা আমাদের দেশীয় ফিল্ডিং কোচ আছে তাদের দিয়েও এটা সেরে নিতে পারবো, তারা মোটামুটি অভিজ্ঞ। তাদের দ্বারা আমরা কাজ চালিয়ে নিতে পারবো। তাদের সাথে  ফিল্ডিং কোচ আনতে পারি, যেহেতু সামনে বিশ্বকাপ। যে একমাসের জন্যে আসতে পারে এবং আমাদের দলের সঙ্গে কাজ করতে পারে। সে ধরনের চিন্তা ভাবনাও আমাদের আছে।’



কতজন প্রধান কোচের সঙ্গে আলোচনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমাদের হাতে তিনজন হেড কোচ আছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

 

ভারত সিরিজে কে হতে পারে প্রধান কোচ? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্যরাই ভালো বলতে পারবে। আমার মনে হয় একজন লোকাল কোচ অবশ্যই আসবেন। সেটা তারাই ঠিক করে দিবে । সারোয়ার ইমরানের নাম আছে। অবশ্যই আমরা বিবেচনায় ওনার নামও আছে।

Share this post

scroll to top
error: Content is protected !!