DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নারায়নগঞ্জে বেগম খালেদা জিয়াঃ’এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতেই হবে’

image_90866_0নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব ও  আওয়ামী লীগকে দায়ী করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বেগম খালেদা জিয়া বলেছেন, ‘র‌্যাব এবং আওয়ামী লীগ এ গুম ও খুনের জন্য দায়ী। সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।’মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত ৫ জনের পরিবারের সঙ্গে সাক্ষাত করতে এসে তিনি এ দাবি জানান।খালেদা জিয়া বলেন, ‘এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা প্রমাণিত হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছেনা। এতে প্রমাণ হয়, সরকার খুনিদের মদত দিচ্ছে। এ সরকার একটি খুনি সরকার। তারা র‌্যাবকে দিয়ে হত্যা ও গুমের মহোৎসবে মেতে উঠেছে।’নজরুল ইসলামের বাড়িতে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন খালেদা জিয়া। এসময় নিহতদের
P1_leadপরিবারের সদস্যরা খালেদা জিয়ার কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। এরপর খালেদা জিয়া অ্যাডভোকেট চন্দন সরকারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।এর আগে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে খালেদা জিয়া নজরুল ইসলামের বাড়িতে পৌঁছান।এদিকে চন্দন সরকারের বাসায় আগে থেকে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার মওদুদ আহম্মেদসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share this post

scroll to top
error: Content is protected !!