DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এক ছবিতে ২৫০ বার নগ্ন হবেন সানি

image_90802_0এবার ক্যামেরার সামনে নগ্ন হয়ে অভিনয় করে রেকর্ড গড়তে যাচ্ছেন বলিউডে স্থান পাওয়া পর্নো অভিনেত্রী সানি লিয়ন।আড়াই ঘণ্টার ছবিতে আড়াই শ বার পোশাক খুলে এ রেকর্ড গড়বেন তিনি।জানা গেছে, সানির আগামী ছবি সেক্স কমেডি ‘মস্তিজাদে’। এ ছবির প্রত্যেক দৃশ্যেই থাকবে সানির নগ্নতার ছড়াছড়ি। মূলত সানি লিওনের শরীর আর যৌনতা দিয়ে ব্যবসা সফল করার এ প্রজেক্ট হাতে নিয়েছেন পরিচালক প্রীতিশ নন্দী।এর আগে পূজা ভাটের ‘জিসম টু’ এবং একতা কাপুরের ‘রাগিনি এমএমএস টু’ ব্যবসা করেছে একই পুঁজিতে।   এ ছবি সফল হলে সানির বাজার দর বাড়বে বলে অনেকে মনে করছেন। মেধা নয়, শরীর আর যৌনতায় বিশ্বাসী কলাকুশলী আর প্রযোজকরা আগামীতে সানির পেছনে যাতে লাইন লাগায়, সেজন্যই নাকি এ প্রজেক্ট।

Share this post

scroll to top
error: Content is protected !!