DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আসছে বুধবার আওয়ামী লীগের ‘অগ্নিপরীক্ষা’!

820140506033817 (1)ভয়াবহ ভাবমূর্তি সংকটসহ বেশ কিছু জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার ‘অগ্নিপরীক্ষার’ মুখোমুখি হচ্ছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনসহ সারা দেশে গুম, খুন ও অপহরণের ঘটনা বৃদ্ধি এবং এর সঙ্গে দলের প্রভাবশালী কোনো কোনো নেতার সংশ্লিষ্টতার বিষয়টি এদিন আলোচনা হবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়।

 

কার্যনির্বাহী সংসদের এক সদস্য  জানান, প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রীর উপস্থিতিতে আলোচনা হবে অনেক বিষয় নিয়ে। তবে, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকা এবং মন্ত্রিসভার প্রভাবশালী এক সদস্যের আত্মীয়র সংশ্লিষ্টতা নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে পারে দলের নীতিনির্ধারণী মহল। সূত্র জানায়, এসব ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক নেতিবাচক সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন সরকার এবং তার দল। এ ছাড়া বিএনপিসহ সুশীল সমাজ এবং বিভিন্ন গোষ্ঠীরও তোপের মুখে রয়েছে দলটি।

 

এর বাইরে উপজেলা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের কোন্দল, পরাজয়ের কারণসহ এমপি, মন্ত্রী ও নেতাদের মধ্যে কোন্দল-গ্রুপিং-লবিং নিয়েও আলোচনা করা হবে কার্যনির্বাহী সংসদের সভায়। সেখানে সাংগঠনিক প্রতিবেদন জমা দেবেন দলটির সাতটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। এ ছাড়া, মাঠ পর্যায়ের কারণ অনুসন্ধানে উঠে আসা এসব প্রতিবেদনে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতাসহ বিভিন্ন অভিযোগে ফেঁসে যেতে পারেন সরকারদলীয় কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও নেতা। দলীয় বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ লক্ষ্যে বুধবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সভায় ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা ছাড়াও সাংগঠনিক বিভিন্ন কর্মপরিকল্পনা-কৌশলসহ সম্প্রতি নারায়ণগঞ্জে সংঘটিত ঘটনায় মন্ত্রিসভার একজন প্রভাবশালী নেতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

 

এদিকে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেননি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে না পারলেও তিনি সচিবালয়ে যান এবং বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

 

দলীয় সূত্রে আরো জানা যায়, আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকেই সারা দেশে মেয়াদোত্তীর্ণ সব জেলা ও মহানগর কমিটি, সকল সহযোগী সংগঠন এবং কোন্দল-দ্বন্দ্ব ও ভারপ্রাপ্ত কমিটিগুলোর সম্মেলনসহ কমিটি পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

Share this post

scroll to top
error: Content is protected !!