DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

১৩ মে নারায়ণগঞ্জ যাচ্ছেন বেগম খালেদা জিয়া

Khaleda----520140512091600আগামী ১৩ই মে মঙ্গলবার  নারায়ণগঞ্জে সম্প্রতি নৃশংসভাবে  নিহত সাতজনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে সেখানে  যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১৪ মে তাঁর নারায়ণগঞ্জ যাওয়ার কথা থাকলেও তা এক দিন এগিয়ে এনে ১৩ মে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার নারায়ণগঞ্জ যাবেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান রোববার রাতে দৈনিক প্রথম বাংলাদেশকে এ কথা জানান।

এর আগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানিয়েছিলেন, নিহত সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আগামী বুধবার (১৪ মে) নারায়ণগঞ্জে আসবেন খালেদা জিয়া।

দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ খুন হওয়া সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ১৪ মে বিএনপির চেয়ারপারসনের নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন নিহতদের পরিবারের সদস্যদের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ডাকা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান দৈনিক প্রথম বাংলাদেশকে জানিয়েছেন, ১৪ মে বিএনপির চেয়ারপারসনের নারায়ণগঞ্জে আসার কথা ছিল। কিন্তু ওই দিন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জে থাকবেন না। সে জন্য সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!