DMCA.com Protection Status
title="শোকাহত

সাত খুনের ঘটনায় বিএনপি নেতাদের গ্রেপ্তার করা উচিৎঃ ড: হাছান মাহমুদ

 image_90240_0নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ঘটনায় বিএনপি নেতাদের গ্রেপ্তার করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।



শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।



হাছান মাহমুদ বলেন, ‘যারা দিনেদুপুরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্যে চোরাগুগোপ্তা হামলার হুমকি দেয়, তাদের (বিএনপি) সঙ্গে নারায়ণগঞ্জের হত্যা-গুমের সম্পৃক্ততা আছে কিনা তদন্ত করা প্রয়োজন।’



তিনি বলেন, ‘গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজন র‌্যাব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিএনপি যেহেতু চোরাগোপ্তা হামলার হুমকি দেয়, তাই তাদেরও গ্রেপ্তার করা উচিত।’



বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি এখন নতুন খেলায় মেতে উঠেছে। তারা আবারও দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চায়। তারা বিদেশিদের হুকুমে ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে।’



ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘হত্যা-গুম নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তারা এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দেশেও গুম, হত্যার ঘটনা ঘটে।



সাবেক এ বনমন্ত্রী বলেন, ‘দেশে আবাদি জমি কম থাকার পরও আমরা খাদ্যঘাটতি পূরণে সক্ষম হয়েছি।’ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন তিনি বলেন, ‘এখন ৬৫ শতাংশ মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। জোট সরকারের আমলে তা ছিল মাত্র ৩৫ শতাংশ।’



আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ১৫ কোটি মোবাইল সিম ব্যবহারকারী। মোবাইলে গহীন দ্বীপে টাকা পৌঁছে যায়।’



বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, উপ-কমিটির সহ সম্পাদক গোলাম সরওয়ার কবির, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!