DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সেনা সহায়তায় ১১০০ রোগী চিকিৎসা সেবা পেলেন

image_231_47653বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বান্দরবন সেনা রিজিয়নের উদ্যোগে মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার সকালে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মেদ চৌধুরী (পিএসসি)।

 

এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল শাখাওয়াত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মেদ চৌধুরী (পিএসসি) বলেন, আমরা পর্যায়ক্রমে জেলার দুর্গম এলাকায় এই চিকিৎসা সেবা অব্যাহত রাখবো। বান্দরবানের আদিবাসী অধ্যুষিত উপজেলাটিতে চিকিৎসা ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ১১শ দরিদ্র রোগীকে উন্নত চিকিৎসা সেবা, ওষুধ ও খাবার প্রদান করা হয়।

 

Share this post

scroll to top
error: Content is protected !!