DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশের জিএসপির দরকার নেইঃ তোফায়েল আহমেদ

 image_89475_0যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে অগ্রাধিকার সুবিধা (জিএসপি) নিয়ে আর দর কষাকষি করতে চান না বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই সুবিধার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘জিএসপি নিয়ে অনেক কথা হয়েছে। আমরা আর কিছু বলতে চাই না। জিএসপি ছাড়াই আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত আছে। আমরা আশাবাদী আগামীতেও তা বজায় থাকবে।’

রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘তাও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে যাত্রা শুরুর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য প্রবেশে ১৫ দশমিক ৬১ শতাংশ কর দিতে হয়। যা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চীন ও ভিয়েতনামের চেয়ে অনেক বেশি।’ তাই এসব দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কর কমানোর আহ্বান জানান তিনি।

তৈরিপোশাক শিল্পে অগ্নি, বিদ্যুৎ ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়ে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ডিটেইলস ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) নিয়ে তিনি বলেন, ‘ওনাদের সব শর্ত একসঙ্গে পরিপালন করা কঠিন। তবে ধীরে ধীরে ওদের সব শর্তই পোশাক মালিকদের মানতে চেষ্টা করার তাগিদ দেন তিনি। আর এসব শর্ত পরিপালনে পোশাক শিল্পমালিকদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

তৈরিপোশাক শিল্পে অগ্নি, বিদ্যুৎ ও নিরাপদ কর্মপরিবেশের জন্য কমপ্লায়েন্স ইস্যুতে কারখানা বন্ধ হওয়ায় ১৭ হাজার ৫শ শ্রমিক বেকার হয়েছে বলে দাবি করেছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এভাবে কারখানা বন্ধ হলে আগামী ৫ মাসের মধ্যে ৫ লাখ শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।’

চলতি বছরের ১ জুলাই থেকে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ডিটেইলস ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) শুরু করবে। এতে অবস্থা আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করেন আতিকুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, তাও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ওলিভার নিদারমেয়ারসহ অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় প্রথম বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জিএসপি পুনর্বহালের বিষয়টি প্রধান এজেন্ডা থাকলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি যুক্তরাষ্ট্র। জিএসপি বহালে দেয়া ১৬ শর্তের মধ্যে তিনটি শর্ত পূরণ না হওয়ায় এ ব্যাপারে আরো মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!