DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মুখবন্ধ’ করেই সারাদিন ঘুরলেন ড্যান মজিনা

image_85954_0মুখ বন্ধ করেই দিনভর উত্তরের জেলা লালমনিরহাট ঘুরলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। গণমাধ্যমের কারো সঙ্গে কথা বললেন না। জানালেন না কোনো প্রতিক্রিয়া।

শুক্রবার সকালে লালমনিরহাটে পৌঁছে সার্কিট হাউজ হল রুমে সৌজন্য সাক্ষাত করলেন জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে। এরপর পরিদর্শনের বের হন।


দুপুরে পরিদর্শন করেন পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বললেন। ঘুরে ঘুরে দেখলেন বন্দরের কার্যক্রম।


বিকেলে ফিরে এলেন লালমনিরহাট শহরে। সেখানকার আরশী নগর নামের একটি উন্নয়ন সংস্থা ও কালীবাড়ী এলাকায় অবস্থিত মসজিদ, মন্দির ও চার্চ অব গর্ড পরিদর্শন করেন।


উত্তরের সীমান্ত ঘেঁষা এ জেলা শহরটি পরিদর্শনের সময় মজিনার সঙ্গে ছিলেন পলিটিকেল অফিসার রায়ান পায়েন্ট। দিনভর পুরো জেলা চষে বেড়ালেও তিনি সাংবাদিকদের সঙ্গে একটি কথাও বলেননি।


তার সঙ্গে থাকা তথ্য কর্মকর্তা সৈয়দ মহসিন সাংবাদিকদের জানালেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ হওয়ায় মার্কিন রাষ্ট্রদূত বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে এসেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!