DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তিস্তা অভিমুখে লংমার্চ করবে বিএনপি

image_76231_0দৈনিক প্রথম বাংলাদেশঃ  পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চ করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে কবে নাগাদ এই কর্মসূচি হবে তা চুড়ান্ত হয়নি।

 

বুধবার রাতে  চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রায় একমাস পর বৈঠকে বসেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,  ড. আব্দুল মঈন খান, বেগম সারওয়ারী রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। রাত নয়টার দিকে শুরু বৈঠক চলে পৌনে১১টা পর্যন্ত।

বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি। তবে বৈঠক সূত্রে জানা যায়, সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক পূনর্গঠন, জাতীয় কাউন্সিলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্র থেকে জানা যায়, পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি শিগগিরই  তিস্তা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ এ কর্মসূচি হবে তা চূড়ান্ত হয়নি। তবে বৈঠকে তিস্তা ব্যারেজ এলাকায় সমাবেশ করার বিষয়েও কেউ কেউ বৈঠকে কথা বলেন বলেও জানা গেছে।

সূত্র আরো জানায়, ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে নতুন কমিটিতে কাদেরকে দায়িত্ব দেয়া হবে সে বিষয় সিদ্ধান্ত না হলেও মহানগরের প্রভাবশালীদের নেতাদের নতুন কমিটি না রাখার বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে খালেদা জিয়া ও দলের কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জেলা সফরের বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

এছাড়া  সাংগঠনিক  সমন্ময়হীনতা সহ বিভিন্ন কারণে দলের জাতীয় কাউন্সিলের জন্য আরো সময় নেয়ার বিষয় আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!