DMCA.com Protection Status
title="শোকাহত

কানাডার রাজধানী অটোয়ায় সংসদ ভবনে গোলাগুলি, নিহত ২

memorialআজ বুধবার সকালে বিশ্বের অন্যতম শান্তিপূর্ন দেশ কানাডার রাজধানী অটোয়ায়  মুহুর্মুহু গুলিতে কেঁপে উঠলো কানাডার পার্লামন্টে ভবন। এ ঘটনায় একজন সেনা আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

কতোজন বন্দুকধারী এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ঘটনার আকস্বিকতায় হতবিহবল হয়ে পড়ে সারা দেশ।বন্ধ করে দেয়া হয় রাজধানীর সব সরকারী ভবন,বিপনী কেন্দ্র এবং শিক্ষা প্রতিস্ঠান সমূহ।

একজন আক্রমণকারী ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এরপরই পার্শ্ববর্তী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। মুহুর্মুহু গুলি চলতে থাকে। এসময় একটি শপিংমলেও গুলি চালানো হয়।

canada1গত সোমবার মন্টিয়লে দুইজন সেনা সদস্য আকস্মিকভাবে হামলার শিকার হওয়ার পর যখন কানাডা দেশজুড়ে জঙ্গি সতর্কতা জোরদার করেছে তার কয়েক ঘণ্টার পরই খোদ পার্লামেন্ট ভবনে এ হামলার ঘটনা ঘটলো।

বুধবার সকালে ওই ওয়ার মেমোরিয়ালের নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে প্রথম গুলিটি করা হয় বলে জানা যায়।

রাজধানী ওটোয়ার পুলিশ টুইটারে জানিয়েছে, ওয়ার মেমোরিয়ালে গুলির ঘটনা ঘটে স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে।

কানাডার সংবাদ মাধ্যম সিবিসি এবং কয়েক জন এমপি দাবি করেছেন, বন্দুকধারীদের একজন নিহত হয়েছে। তবে তা নিশ্চিত করা যায়নি।

পুলিশ বিবিসিকে জানিয়েছে, হামলাকারী একাধিক জন। ঘটনার পর পার্শ্ববর্তী ওটোয়া ইউনিভার্সিটির মূল ফটকে তালা দেয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় পুলিশ ভবন এবং মার্কিন দূতাবাসও বন্ধ করা হয়েছে।

দেশটির যোগাযোগ প্রধান টুইটারে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টিফেন হারপার নিরাপদে আছেন এবং তিনি পার্লামেন্ট হিল ত্যাগ করেছেন।এই ঘটনার সাথে জড়িতদের চিন্হিত করার প্রচেষ্টায় তদন্ত এখনও চলছে।

পার্লামেন্ট ভবন ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষী ও পুলিশ।সারা দেশে জারী করা হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা।

Share this post

scroll to top
error: Content is protected !!