ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন ব্যাচেলার গ্রুপ। তাদেরই কেউ হবেন ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রী।
কংগ্রেসের রাহুল গান্ধী, বিজেপির নরেন্দ্র মোদী, ডিএমকে প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলিত নেত্রী মায়াবতী এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়ক তারা কেউই বিয়ে করেননি।
মোদীর নাম বেশি উচ্চারিত হলেও সবার নামই উচ্চারিত হচ্ছে ভারতের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে। অর্থাৎ ভারতবাসী একজন ব্যাচেলার প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন। এর আগে অটল বিহারী বাজপেয়ী ব্যাচেলার প্রধানমন্ত্রী ছিলেন।
কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর তাও একটি পরিবার আছে। তা হচ্ছে ভারতের বিখ্যাত গান্ধী পরিবার। বাকি অন্যদের তেমন পরিবার নেই। ভারতের নির্বাচনে এমন ব্যাচেলারদের দাপট অতীতে কখনো দেখা যায়নি।
কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বয়স থাকলেও বাকিদের বিয়ের বয়স নেই বললেই চলে।