DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এইচএসসির প্রশ্নপত্র ফাঁস, ৩ ব্যবসায়ী আটক

16303দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ শেরপুরে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফটোকপি মেশিনসহ তিনজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে শহরের কলেজ মোড়, ডিসি গেট ও নতুন বাস টার্মিনাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- ওয়ার্ল্ড আইটি ফটোস্ট্যাটের মালিক আনিসুর রহমান (৩০), শাপলা লাইব্রেরির মালিক আসাদুজ্জামান বিপুল (২০) ও কল্যাণ কুমার রায় (২১)।

শেরপুরের এসএসপি সার্কেল মো. শাহজাহান বলেন, “ফটেকপির দোকানগুলো থেকে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ‘ক’ সেটের আট কপি প্রশ্নপত্র ও হাতে লেখা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা চড়া মূল্যে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বলে পরীক্ষার্থীদের কাছে এই প্রশ্ন ও উত্তরপত্রগুলো বিক্রি করছিলেন।”

আটকৃকতদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!