DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মরহূম মেজর জেনারেল(অবঃ)শামসুজ্জামানের কূলখানি অনুষ্ঠিত

 

maj-gen-retd-shamsuzzamanগতকাল সদ্য প্রয়াত মেজর জেনারেল(অবঃ)শামসুজ্জামানের কূলখানি ও দোয়া মাহফিল মরহুমের মহাখালী ডিওএইচএস এর বাসভবনে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক সেনা অফিসার ও তাদের পরিবারবর্গ,আত্মীয়স্বজন এবং অন্যান্যদের উপস্থিতিতে যথাযোগ্য ভাব গম্ভীর  পরিবেশে দোয়া মাহফিল টি পালিত হয়।উল্লেখ্য জেনারেল শামসুজ্জামান গত বুধবার ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।বর্নাঢ্য সামরিক জীবনের অধীকারী মেজর জেনারেল শামসুজ্জামান (জি)কর্মজীবনে ৯ম পদাতিক ডিভিশনসহ কয়েকটি ডিভিশনের জিওসি হিসাবে দ্বায়ীত্ব পালন করেন।এছাড়াও তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবেও কর্মরত ছিলেন সফল ভাবে।সদা হাস্যময় ও অমায়িক জেনারেল শামসুজ্জামানকে বনানী কবরস্থানে তার মরহুমা প্রিয় সহধর্মিনীর কবরেই দাফন করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!