DMCA.com Protection Status
title="শোকাহত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্যা ফখরুল সহ ৩ জাতীয় নেতার গ্রেফতারের নিন্দা জানিয়ে কানাডা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

1960008_10203443136588219_952442108_nআজ সন্ধ্যায় কানাডার টরেন্টো শহরের বাংলাটাউনের একটি অভিজাত রেস্তোরায় কানাডা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্যা ফখরুল সহ তিন জাতীয় নেতাকে অন্যায় ভাবে জামিন বাতিল করে কারাগারে প্রেরন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জনাব এ কে আজাদ এর সঞ্চালনায় পরিচালিত এই সভায় বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী এবং সমর্থক গন উপস্থিত ছিলেন।

সভার প্রারম্ভে বিএনপির প্রয়াত সংগ্রামী মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী স্মরনে  একমিনিট নিরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফরাত কামনা করে দোয়া করা হয়।সভায় বক্তাগন অবিলম্বে মির্যা ফখরুল, মির্যা আব্বাস ও আব্দুস সালাম সহ বিনাবিচারে আটক সকল বিএনপি নেতা কর্মিদের নিঃশর্ত মুক্তিদাবী করেন, অন্যথায় দূর্বার গন  আন্দোলন গড়ে তুলে তাদের মুক্ত করা হবেই,এছাড়াও তারা বাংলাদেশের গনতন্ত্র ও ভোটের  অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করেন।আওয়ামী বাকশালী সরকার ক্মষতা চিরস্থায়ী করার হীন উদ্দেশ্যে বিএনপির শীর্ষ নেতাদের মিথ্যা ও বানোয়াট  মামলায় গ্রেফতার করে চলেছে বলে বক্তাগন একমত পোষন করেন।

সভায় প্রতিবাদী বক্তব্য রাখেন কানাডা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরী ,কানাডা বিএনপির সাধারন সম্পাদক  জনাব এ কে আজাদ,কানাডা বিএনপির উপদেষ্টা ডঃ আতিকুর রহমান,,কানাডা বিএনপির সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল  লতিফ,টরেন্টো বিএনপির সভাপতি জনাব  দেলোয়ার হোসেন দোলন,কানাডা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জনাব জাকিউল ইসলাম খান টিপু,অনটারিও বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুলকলাম আজাদ,বিএনপি নেতা জনাব মফিজুর রহমান,জনাব মিজানুর রহমান রহমান,পেশাজিবী নেতা প্রকৌশলী শহিদউদ্দিন ,পেশাজিবী নেতা প্রকৌশলী রতন,বিএনপি নেতা কোহিনুর তানভির হোসেন প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!