DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ এর গভীর উদ্বেগ প্রকাশ

saddi1আজ বিকেল ৩ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ উপদেষ্টা এবং বৈদেশিক দূত জনাব জাহিদ এফ সরদার সাদী যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ'এর নিউইয়র্কস্থ সদর দফতরে সংস্থাটির উর্ধতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশের বর্তমান অচলাবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।আলোচনা শেষে হিউম্যান ওয়াচ রাইটস এর পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান কালের মানবাধিকার লংঘন এবং আইনের শাসনের অনুপস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবস্থার উন্নয়নে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।এই আলোচনার পর আজ সন্ধ্যা ৬টায় হিউম্যান রাইটস ওয়াচের ওয়েব সাইটে বাংলাদেশ বিষয়ক  বিবৃতিটি প্রকাশিত হয়।নীচে বিবৃতিটির ভাবানুবাদ দেওয়া হলোঃ

 

 

hrwবাংলাদেশ সরকারকে সবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং স্বেচ্ছাচারী শক্তি প্রয়োগ, গ্রেপ্তার এবং গুম বন্ধ করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।



শনিবার এক বিবৃতিতে নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি বলেছে, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা এবং অন্যান্য দমনপীড়নের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।



বিবৃতিতে বলা হয়, গত এক মাসে ৬০ জনের মত লোক নিহত, শত শত লোক আহত এবং হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। সব রাজনৈতিক নেতার উচিত স্পষ্ট বিবৃতি দেয়া যে তাদের অনুসারীরা যেন অবৈধ সহিংসতায় না জড়ায়।



এইচআরডব্লিউর এশিয়া ডিরেক্টর ব্রাড অ্যাডামস বলেন, ‘সহিংস অপরাধ চক্র বন্ধে সব দলের উচিত সহযোগিতা করা এবং অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।  বিরোধী দলের কিছু লোক সহিংস অপরাধে জড়িত বলে সরকারের হত্যাযজ্ঞ, আহত করা এবং অন্যায় গ্রেপ্তার ন্যায়সংগত হতে পারে না।’



বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনে ঘিরে সহিংসতায় ৫০০ এর বেশি লোক নিহত হয়েছে। তখন সরকার নির্বিচারে গ্রেপ্তার, হত্যা ও গুমের মাধ্যমে সহিংসতা বন্ধের চেষ্টা করে। বর্তমানে আবার একই প্রবণতা দেখা যাচ্ছে।



বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সহিংসতায় অন্যতম ভয়ঙ্গর সংযোজন হচ্ছে পেট্রোল বোমা। এ সময় বিরোধী দলের হাতে ৪১ জন নিহত হয়েছে বলে দাবি করছেন মানবাধিকারকর্মীরা।



তবে এ ঘটনায় এক দল আরেক দলকে দায়ী করছে জানিয়ে বিবৃবিতে বলা হয়, এ ঘটনার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, এজন্য সর্বাংশে আওয়ামী লীগ দায়ী যদিও এসব হামলায় তার দলের সদস্যতের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ রয়েছে।



বিবৃতিতে বলা হয়, এ সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১৭ জন লোক নিহত হয়েছে। এর কোনোটির ক্ষেত্রে পুলিশ বন্দুকযুদ্ধের কথা বলছে আবার অন্য ক্ষেত্রে লাশ উদ্ধারের দাবি করছে। তবে পরিবারের লোকজন বলছে, নিরাপত্তা বাহিনীর হেফাজতেই তারা নিহত হয়েছেন। সরকার দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।



বিবৃতিতে বলা হয়, সরকার জামায়াতে ইসলামীর বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে।



বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহিংসতার নিন্দা জানিয়েছে। ভারতেরও উচিত নিপীড়ন বন্ধের আহ্বান জানানো। কারণ বাংলাদেশের দলগুলো ভারতের কথায় গুরুত্ব দেয়।



অ্যাডামস বলেন, ‘বাংলাদেশে যে নিপীড়ন চলছে তাতে বিশ্ব নীরব থাকতে পারে না। রাজনৈতিক নেতাদের কড়া ভাষায় বলে দেয়া দরকার যে এই রক্তপাত বন্ধ না হলে অন্য দেশের সাথে তাদের সম্পর্কে প্রভাব ফেলবে।

নীচে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিটি তাদের ওয়েবসাইট থেকে দেয়া হলো।

এর লিংকঃhttp://www.hrw.org/news/2015/02/06/bangladesh-end-deadly-cycle-crimes

Petrol Bomb Attacks and Security Force Abuses Filling Hospitals
FEBRUARY 6, 2015
“All parties should cooperate to stop the cycle of violent crimes and ensure those responsible for all crimes are arrested and prosecuted. The violent crimes being committed by some members of the opposition cannot justify killings, injuries, and wrongful arrests by the government.”

Brad Adams, Asia director

(New York) – With no end in sight to politically motivated violence and other abuses in Bangladesh, state authorities need to ensure their response respects the rights of all and avoids arbitrary use of force, arrests, and disappearances, Human Rights Watch said today.

Over the past month, nearly 60 people have been killed, hundreds injured, and thousands arrested across the country. All political leaders should give clear statements that their supporters should not use unlawful violence.

“All parties should cooperate to stop the cycle of violent crimes and ensure those responsible for all crimes are arrested and prosecuted,” said Brad Adams, Asia director. “The violent crimes being committed by some members of the opposition cannot justify killings, injuries, and wrongful arrests by the government.”

The violence and clampdown by government security forces began in early January 2015, with protests to mark one year since the controversial 2014 elections which saw the ruling Awami League party win a landslide victory after an opposition boycott of the polls. The government’s tactics to contain the violence echo previous violations including arbitrary arrests and killings, and enforced disappearances. The current cycle of opposition violence, including deadly arson attacks, follows the same pattern as documented by Human Rights Watch a year ago, when more than 500 people were killed in the 2014 election-related violence.

Human Rights Watch noted that one of the most horrific aspects of the violence in Bangladesh are petrol bomb attacks, often hurled indiscriminately at private vehicles attempting to pass through strikes and transport blockades called by the opposition. Since most Bangladeshis rely on daily wages, they end up at risk of attack while traveling for work.

On February 3, 2015, seven people died when a petrol bomb was thrown at a night bus carrying about 60 people from Cox’s Bazaar to Dhaka. Sixteen others were injured in the attack, and the bus was completely charred. On February 5, the driver and passenger of a truck in Bogra died when their vehicle was petrol bombed.

A police officer injured in a separate petrol bomb attack on January 17 died on February 5 as a result of his injuries.

Since early January, human rights activists put the estimate of dead at the hands of opposition members at 41, many due to such arson attacks. In addition to the dead, several hundreds have been injured over the course of the last month.

Journalists report that the burn units in Dhaka hospitals are filled beyond capacity with victims of these attacks.

The leadership of both political parties have repeatedly blamed the other side and denied their parties are responsible. On February 5, for example, Khaleda Zia, leader of the opposition Bangladesh National Party (BNP), denounced the violence but continued to pin the blame entirely on members of the Awami League in spite of credible allegations that members of her own party are involved in these attacks.

An estimated 17 other people have died at the hands of security forces, with the majority belonging to the BNP and the Jamaat-e-Islaami parties or their student wings. As is often the case, some of these deaths are described by police as occurring during crossfire or shootouts. In other cases, police simply report finding a dead body with gunshot wounds but family members report that the victim had last been taken into custody by security forces. The government has taken no action to reign in the excessive use of force, nor to investigate and prosecute those responsible.

Instead, Prime Minister Sheikh Hasina is quoted in the media saying that she has authorized the security forces “to take any action whenever and wherever deemed necessary” to stop the arson attacks. Although she stopped short of issuing threatened directives to shoot suspected arsonists on sight, the message coming from her office only encourages further security services excesses.

“The government has the responsibility to enforce law and order and protect citizens but security forces should know that they will be held accountable for violating human rights,” Adams said. “Bangladesh has a long history of permitting security forces to commit excesses in order to control crime, and it is leading to the collapse of rule of law and blood on the streets.”

The security forces have arrested over 7,000 members of the main opposition parties, including some main leaders. The government has also moved to isolate Khaleda Zia, the leader of the BNP. Zia was placed under effective house arrest in her offices on January 3 for over two weeks when the protests first started. Although the security cordon and the padlocks on the gates have since been removed, the government cut off the electricity and Internet connection to her offices over the weekend of January 31-February 1. Additionally, the government has threatened to file murder charges against Zia for the arson-related deaths, which would pave the way to her arrest.

The government has also imprisoned several Jamaat leaders and hundreds of their supporters. Many others are in hiding fearing arrest.

Some countries, including the United States and United Kingdom, have called for an end to the violence. India, whose opinion would count with Bangladeshi political parties, should also renew their call for an end to the abuses.

“The abuses in Bangladesh can no longer be ignored by the world,” Adams said. “The political leadership needs to hear strongly that unless this bloodletting stops, it will impact their standing with other countries.”

Share this post

scroll to top
error: Content is protected !!