DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

চট্টগ্রামে দম্পতির রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ খুন, পুলিশ বলছে দুর্ঘটনা

image_113965নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম বিশ্ব কলোনি এলাকায় এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রাজীব চৌধুরী (৪২) ও সঞ্চিতা শীল চৌধুরী (৩৫)। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।



নিহতদের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এই দম্পতিকে খুন করেছে। তবে পুলিশ দাবি করেছে, দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। 



রাজীব চৌধুরী ফিরোজ শাহ কলোনি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ও সঞ্চিতা শীল চৌধুরী হাটহাজারী উপজেলা খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক। অর্পা (৮) ও আদৃতা (২) নামে তাদের দু'টি কন্যা সন্তান রয়েছে। রাজীব চৌধুরীর ভাই অভিজিত্ চৌধুরী ইত্তেফাককে বলেন, আমার দাদা ও বৌদির মৃত্যু মোটেই দুর্ঘটনা নয়। নতুন তিনতলা বাড়ি করার কারণে এলাকার প্রভাবশালী সন্ত্রাসীরা কিছুদিন আগে রাজীবের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দু'জনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরো বলেন, দাদা যে স্কুলে শিক্ষকতা করতেন সেখানেও তার একটি প্রতিপক্ষ গ্রুপ ছিল। দাদা অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন। বাসার নিচতলায় কোচিং সেন্টারে দাদার কাছে অনেক ছাত্র-ছাত্রী গণিত ও ইংরেজি বিষয় পড়তে আসতো। এ কারণে স্কুলের অনেক শিক্ষক ঈর্ষান্বিত ছিলেন। তারাও দাদা-বৌদিকে খুনে ইন্ধন দিতে পারে।



তবে পুলিশের দাবি, পূজার জন্য ফুল তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে সঞ্চিতার মৃত্যু হয়েছে। এসময় বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকা সঞ্চিতার স্বামী রাজীবের মাথায় ইট পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে নিহতের পরিবার পুলিশের এ দাবি মানতে নারাজ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 



বাবা-মা চিরতরে চলে গেছে এটা উপলব্ধি করার ক্ষমতা হয়নি অর্পা ও আদৃতার। তবে বাবা-মায়ের বিকৃত মৃতদেহ দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। মৃত্যুর কিছুক্ষণ পরই এ দুই শিশুকে নিয়ে যাওয়া হয় তাদের দাদুর বাড়িতে। 



এদিকে, অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় বিশ্ব কলোনি এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকায় অত্যন্ত ভদ্র ও মার্জিত দম্পতি হিসেবে পরিচিত রাজীব ও সঞ্চিতার মৃত্যুতে এলাকাবাসী হতবাক হয়ে যান। তাদের বাসভবন ঘিরে গতকাল সারাদিনই ছিল শোকার্ত মানুষের ভিড়। এসময় রাজীবের ছাত্র-ছাত্রীদের কান্না করতে দেখা যায়। 



চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে গতকাল রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়ায় রাজীবের গ্রামের বাড়িতে এই দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। 



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোরেও পূজার জন্য ফুল তুলছিলেন রাজীব দম্পতি। বাসার পাশে বড় একটি গাছ থেকে ফুল তোলার জন্য সঞ্চিতা তিনতলার ছাদে যান। অন্যদিকে রাজীব বাসার সামনে একটি ছোট গাছ থেকে ফুল তুলছিলেন। এক পর্যায়ে সঞ্চিতা হঠাত্ পা পিছলে নিচে পড়ে যান। একই সময় নিচে দাঁড়িয়ে থাকা রাজীবের মাথায় ইট পড়লে মাথা থ্যাতলে যায়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। 



নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মজিদ ইত্তেফাককে বলেন, এটি নিছক দুর্ঘটনা। ফুল তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে সঞ্চিতা শীল মারা যান। একই সময় মাথায় ইটের আঘাত লেগে মারা যান সঞ্চিতার স্বামী রাজীব। তাদের কারো শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কোনো চিহ্ন ছিল না বলে তিনি উল্লেখ করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!