DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

13668_singapurবিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থানে। ১৩১টি দেশকে পেছনে ফেলে ২০১৪ সালে বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের খেতাবটি অর্জন করেছে সিঙ্গাপুর। পোশাক কেনার জন্যও সবচেয়ে ব্যয়বহুল মহানগরী হিসেবে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মুদ্রার অবস্থানও বেশ শক্তিশালী। দেশটির ১ ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রায় ৬১ টাকা ৩২ পয়সা পাওয়া যায়। এ শহরে একটি গাড়ির রক্ষণাবেক্ষণে যে ব্যয় এবং পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি বিলের যে আকাশচুম্বী ঊর্ধ্বগতি অব্যাহত, তা শহরটিকে সবার ওপরে স্থান করে দেয়ার ক্ষেত্রে অবদান রেখেছে। ২০১৩ সালে সবচেয়ে ব্যয়বহুল রাষ্ট্রের খেতাব পাওয়া জাপানের রাজধানী টোকিওকে পেছনে ফেলেছে সিঙ্গাপুর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিশ্বের শীর্ষ পাঁচ বিলাসবহুল শহরের মধ্যে স্থান করে নেয়া বাকি শহরগুলো হচ্ছে: ফ্রান্সের প্যারিস, নরওয়ের অসলো, সুইজারল্যান্ডের জুরিখ ও অস্ট্রেলিয়ার সিডনি। ষষ্ঠ স্থানে রয়েছে টোকিও। বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি শহরের মধ্যে এশিয়ার প্রাধান্য চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ার শহরগুলোও রয়েছে সে তালিকায়। ইউরোপের কিছু শহরও রয়েছে এর মধ্যে। এদিকে এশিয়ায় বিপরীত চিত্রও রয়েছে। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের তালিকায় স্থান করে নিয়েছে ভারতের মুম্বই ও নয়াদিল্লি।

Share this post

scroll to top
error: Content is protected !!