DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বৃহস্পতিবারের রাশিফল

RASHIমেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): সহনীয় দূরত্বে অবস্থানরত কেউ, যাকে প্রত্যাশা করেননি তার মাধ্যমেই আজ পেয়ে যাবেন সম্ভাব্য প্রাপ্তির উৎস। প্রেম-প্রীতি সহানুভূতি আজ স্বর্ণকারের মতো গালিয়ে তৈরি করুন নতুন কোনো মন তাতে  কারুকাজ করুন অনুভূতি দিয়ে। কেননা অনুভুতি আদান প্রদানের জন্য দিনটি শুভ। কর্মযজ্ঞ আজ কমতির দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে। অর্থ অনর্থের মূল ভেবে নিয়ে সান্ত্বনায় থাকুন, কেননা অর্থযোগ শূন্য।
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): চাকরি ক্ষেত্রে ও ব্যবসায় ধারাবাধিক সাফল্য লক্ষণীয়। নিজস্ব ভাবধারা নিয়ে পরিক্ষা  নিরীক্ষার জন্যও দিনটি আপনাকে স্বমহিমায় সহযোগিতা করবে। প্রণয়ে আজ আপনি আপনার সঙ্গীর লুকায়িত পরিকল্পনা প্রতিষ্ঠা পাওয়ার আগেই বুঝে ফেলতে পারবেন। অপ্রত্যাশিত স্থান থেকে অর্থের হাতছানি নয় নগদই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ভয়াবহ রকমের শুভ!
 
মিথুন (মে ২১- জুন ২০): প্রযুক্তিগতভাবে আজ দিনটি আপনার জন্য ভালো। যেকোনো ধরনের সম্পর্ক তৈরির জন্য দিনটি বরাবরই শুভ। প্রিয় মানুষটির তথা যাকে আপনি বুঝতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না সে হয়তো আজ নিজ থেকেই নিজের অবস্থান পরিষ্কার করবে। নতুন কোনো কর্মক্ষেত্র আজ আপনার দুয়ারে স্বেচ্ছায় কড়া নাড়বে, তাই  বলে বসে থাকা চলবে না তাকে স্বাগত জানাতে নিজ থেকে উদ্যোগী হতে হবে। উচ্চশিক্ষার জন্য দিনটি শুভ। অর্থ  বিয়োগ অশুভ, সুতরাং হাসুন।
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): নতুন কোনো কর্মক্ষেত্রের দ্বার উদ্ভাসিত হবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এর রসদ  হয়তো আপনিই যুগিয়েছেন। লজ্জা পেলে চলবে না: প্রিয় মানুষটির ডাকে সম্মতি প্রকাশ করুন, গ্রহ আপনার পক্ষেই থাকবে। আপনি বুদ্ধিমান এবং জানেন- কীভাবে লক্ষ্যে যেতে হবে কিন্তু চলার পথটিতে সতর্ক থাকছেন না, সতর্ক হোন সাফল্য খুব নিকটেই। স্বাস্থ্যের দিকে নজর দিন, স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা বিচ্যুতি ঘটার সম্ভাবনা আছে।
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): শৈল্পিক যে মনটি আপনি লালন করেন তাতে আজ অভিনব কারুকার্যের ছোঁয়া স্পষ্ট দেখতে পাবেন। নিজেকে জানার যে পন্থা আপনি অনুসরণ করছেন তা সত্যি ঠিক আছে কি না আবার একটু দেখে নিন, কোথাও ভুল হচ্ছে নাতো? প্রণয়ের সুর আজ প্রিয়ার লাগি উছলায়ে উঠিবে। অর্থ কষ্ট থাকবেই তাকে শৈল্পিকভাবে গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্র থেকে আজ মুক্তির সম্ভাবনা ভ্রমণে বেরুতে উৎসাহিত করবে।
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): এক বা একাধিক মানুষের সঙ্গে আজ যোগাযোগ হবে, সেটা হতে পারে বন্ধুর দ্বারা এমনকি অপ্রত্যাশিতভাবে। আপনার শিল্প ও শৈল্পিক কর্মে যারা আস্থা রাখেন তাদের সহিত আজ সাক্ষাৎ হতে পারে, দিনটি আজ বন্ধুসুলভ। নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে। অর্থযোগ শুভ। নিজেকে আজ প্রফুল্ল মনে হবে।  কোনও দুঃসংবাদ নেই।
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ দারুণ ব্যস্ত সময় কাটবে, নিঃশ্বাস ফেলার সময় থাকবে না- এতোটাই ব্যস্ত। আর ব্যস্ততার মধ্যেই ঘটে যাবে দারুণ উপভোগ্য কিছু ঘটনা, যা নতুন সম্পর্ক তৈরিতে সহায়ক হতে পারে। আজ ভালোবাসার মানুষকে নিয়ে একাকী সময় কাটাতে গিয়ে কাবাবের হাড্ডি হতে পারে কেউ। তবে তাকে কাবাবের পেঁয়াজ বানিয়ে নিলেই সুবিধে, তাহলে পরদিন সে আর বিরক্ত করতে আগ্রহ বোধ করবে না। কর্মক্ষেত্রে আপনার করিৎকর্মা ভাবমূর্তি দেখিয়ে প্রশংসিত হতে পারেন উচ্চ মহলে। কারও হলুদ সিদ্ধান্ত নাকচ করে দিন। অর্থযোগ উত্তম। 
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): পারিবারিক কাজে জড়িয়ে পড়তে পারেন আজ, যা আপনার কর্মক্ষমতাকে হ্রাস করলেও পরিবারের কারও সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ছাড়বে। আজ ভালোবাসার মানুষটি আপনাকে দারুণ হাসিখুশী রাখতে চাইবে, কিন্তু আপনি হুট করে তার মন খারাপ করিয়ে দেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।  কর্মক্ষেত্রে আজ আপনার সহকর্মীর কাজের বাড়তি চাপ এসে পড়তে পারে। গ্রহণ করুন, তাহলে পরে আরও জরুরি মুহূর্তে তার সহায়তা পাবেন। আর হাসিখুশী থেকে কাজের পরিবেশ প্রাঞ্জল করে রাখুন, এটা আপনার প্রভাব বাড়াবে। অর্থাগম ঘটবে পায়ের ব্যবহারের ওপর।
 
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): গবেষণামূলক কোনো কাজ আরও অভিজ্ঞ কাউকে দেখিয়ে নিন। কর্মক্ষেত্রে রোমান্স যোগ রয়েছে। সহকর্মীদের কেউ হয়তো আপনার প্রতি পুষে রাখে গোপন অনুরাগ, তার প্রকাশ ঘটতে পারে আজ। আপনার কষ্ট করে দাঁড় করানো কোনো কাজ অন্য কেউ বদলে দিতে পারে, এমন কেউ যে তা করার অধিকার রাখে না। আর্থিক সঙ্কট ঘনীভূত হবে।
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আজ অমীমাংসিত রহস্যগুলো সমাধা হতে শুরু করবে। আপনি যদি হন জনাব মিসির আলি ধরনের কেউ, তবে পরিস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করতে পারেন। আপনার সৃজনশীল কোনো বন্ধুর সঙ্গে প্রেমের সূচনা হয়ে যেতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকারা কানকথা লেপনকারীদের থেকে সাবধান থাকুন। সঙ্কট সৃষ্টিতে তৎপর হয়ে উঠবে শত্রুরা। ক্ষমতাবান শত্রুদের বিরুদ্ধে আপনার অবস্থান শক্ত হয়ে উঠবে কর্মক্ষেত্রে। অর্থযোগ শুভ। 
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আপনার আকাঙ্ক্ষিত কাজটি পাওয়ার পক্ষে পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে পারে, তবে তা হতে পারে অল্প সময়ের জন্যে। প্রেমজনিত কষ্টগুলো ঘনীভূত হয়ে উঠতে পারে। নতুন সৃষ্ট সম্পর্কে টানাপোড়েনের সূচনা ঘটবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়ার ভার আপনার ওপর পড়তে পারে। পারিবারিক কারণে অর্থব্যয় ঘটতে পারে। 
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): নতুন কোনো প্রকল্পে হাত দেয়ার আগে অতীত থেকে শিক্ষা নিন। আগের কোনো নথি থেকে থাকলে গভীরভাবে পর্যবেক্ষণ করুন। আর আপনার সামাজিক যোগাযোগ অনেক বেড়ে যেতে পারে, আর সে সূত্রে ঘটে যেতে পারে রোমান্স। দিনের সবচেয়ে অস্থিরমতি মানুষটি হয়ে যেতে পারে আপনার ভবিষ্যৎ ভালোবাসার মানুষ। কর্মক্ষেত্রে আজ আপনি যতো গুরুত্বপূর্ণ কাজই করে থাকুন না কেন, তা থেকে যেতে পারে সবার চোখের আড়ালে। অর্থব্যয়।
 

Share this post

scroll to top
error: Content is protected !!