DMCA.com Protection Status
title=""

ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল ড. ইউনুস এর গ্রামীণ টেলিকম

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম। সোমবার (০২ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করা হয়।

জানা যায়, পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-পিএসপি) প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন সমাধান সার্ভিসেস্ লিমিটেড। 

পিএসপি সাধারণত ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তার ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক বা অন্য মাধ্যম থেকে টাকা এনে অনলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন। 

বাংলাদেশে এর আগে আইপে, ডি মানিসহ আটটি প্রতিষ্ঠান এ লাইসেন্স পেয়েছে। সমাধান লাইসেন্স পাওয়ায় দেশে মোট পিএসপির সংখ্যা দাঁড়াল ৯টি। এর বাইরে দেশে ১১টি পিএসও বা পেমেন্ট সিস্টেম অপারেটর রয়েছে।

সোমবার লাইসেন্স পাওয়া সমাধান সার্ভিসেস্ লিমিটেডের মূল কোম্পানি গ্রামীণ টেলিকম ট্রাস্ট। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে গত ৮ আগস্ট পর্যন্ত ছিলেন এ ট্রাস্টের চেয়ারম্যান। গত ৯ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. আশরাফুল হাসান। 

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইনের ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ‘সমাধান সার্ভিসেস্ লিমিটেড’কে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে পরিশোধ সেবা দেওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে।

২০২১ সালের ১৬ নভেম্বর সমাধান কেন্দ্রীয় ব্যাংকে পিএসপি লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে। প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তা ঝুলিয়ে রাখে বাংলাদেশ ব্যাংক। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ২৯ সেপ্টেম্বর সমাধানকে এনওসি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে তাদের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!