DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বেনজীরের মতো অনেকেই শত কোটি টাকার মালিক হয়েছে: তারেক রহমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অবৈধ সরকারের এক খাস লোক সাবেক আইজিপির সম্পদের তথ্য বেরিয়েছে। শত শত কোটি টাকার সম্পদ রয়েছে। এই সরকারের আমলে এমন একজন নন, অনেকেই শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তারা মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।’

আজ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘পুরো বাংলাদেশ আজ এক কারাগারে পরিণত হয়েছে। আজকে ডাকাতদের কবলে পড়েছে বাংলাদেশ। তারা সব ডাকাতি করে নিয়েছে। বাংলাদেশকে, দেশের মানুষকে তারা নিঃস্ব বানিয়ে দিয়েছে। ডাকাতি করে জোর করে ক্ষমতা যারা দখল করে আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে দেশের মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করেছে, কারাগারে নিয়েছে।’

তিনি বলেন, ‘আজকে সরকার জনগণের ভোট ডাকাতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেশের কোটি কোটি মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে। কোটি কোটি মানুষ এক বেলা খেলে পরের বেলা কী খাবে তার ঠিক নেই। লাখ লাখ কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না। এ কারণে তারা তাদের পেশা ছেড়ে দিচ্ছে।’
 
এ সময় তারেক রহমান বলেন, ‘বিএনপি আমলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বাড়তো। অথচ এখন কমছে।’

তিনি বলেন, ‘আজকে দেশের লাখ লাখ মানুষের নামে মামলা। এর কারণ তারা যাতে সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ন্যায় বিচার করতে পারছে না। শুধু তাই নয় সরকারের হয়ে কাজ করছে। বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে ছাত্রলীগ যাতে বুয়েটে ঢুকতে না পারে। কারণ কয়েক বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরারের মতো মেধাবীদের পিটিয়ে হত্যা করেছে। আজকে ছাত্রলীগ আবার বুয়েটে ঢুকেছে দীর্ঘদিন পর। ঠিক তখনই আদালত ছাত্র রাজনীতির পক্ষে রায় দিয়েছে যাতে ছাত্রলীগ বুয়েটে ঢুকতে পারে। বিচার বিভাগের কাছে সাধারণ মানুষ যা চায় তা পূরণ করছে না। এ আদালত থেকে মানুষ ন্যায় বিচার পাবে না।’

Share this post

scroll to top
error: Content is protected !!