DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গণতন্ত্র বাধাগ্রস্ত করায় এবার ৪দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার গনতান্ত্রীক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং দুর্নীতি সহ  বিভিন্ন অভিযোগে নতুন আরও চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। এগুলোর মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ছয়জনের নাম রয়েছে।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন। তারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ নানা অভিযোগে এসব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কারও মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!