DMCA.com Protection Status
ADS

মন্ট্রিয়লে কানাডা বিএনপির মহান ৪৬ তম বিজয় দিবস পালন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আমাদের মুক্তিযুদ্ধের মহান বিজয়ের কৃতিত্ব শুধুমাত্র দেশপ্রেমিক বাংলাদেশী জনগনের,এটা ছিলো জনযুদ্ধ এবং বাংলাদেশের আপামর জনসাধারনের ঐকান্তিক ত্যাগ ও তিতীক্ষার ফলেই এই গৌরবময় বিজয় অর্জিত হয়েছিলো,কোনো বিশেষ দল বা গোষ্টির একক কৃতিত্ব এটা নয়, গতকাল সোমবার ১৮ই ডিসেম্বর সন্ধ্যায়   কানাডা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সমূহ আয়োজিত মহান বিজয়ের ৪৬ তম বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশনস্থ দলীয় কার্যালয় ৪৭৪ ওগিলভি তে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপন পরিষদের আহবায়ক কানাডা বিএনপি নেতা জনাব এ বি এম আকবর  এবং পরিচালনায়  ছিলেন  কানাডা বিএনপি নেতা জনাব জয়নাল আবেদিন জামিল।

বিজয় দিবসের এই বর্নাঢ্য আলোচনা সভার আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব জনাব মোস্তাহিদ আহমদ মুকু।

আলোচনা সভার প্রারম্ভে পবিত্র কুরআনের অংশ বিশেষ তিলাওয়াত করেন কানাডা বিএনপি নেতা জনাব মোঃ আবুল হাসান। 

সভায় উপস্হিত বক্তারা জাতির মহান বিজয়ের এই দিনে নব্য বাকশালী সরকারের ফ্যসিবাদী শাসন-শোষনে দেশবাসীর চরম দুরাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।  তাঁরা দেশ প্রেমে বলিয়ান হয়ে আসন্ন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রস্তুতি নেবার আহবান  জানান সকলকে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সর্বজনাব জনাব মামুনুর রশীদ ,নূরনবী রশীদ,ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজু,কামরুল হাসান ফারুক হাওলাদার,আবুল বাশার মানিক,নবী হোসেন,এজাজ আকতার তৌফিক,মাহমুদুল ইসলাম সুমন প্রমুখ।

সভা শেষে উপস্থিত সকল কে ভূড়িভোজে আপ্যায়িত করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!