DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিএনপি আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে নাঃ ইইউ রাষ্ট্রদূতদের প্রতি বিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি হাসিনা সরকারের অধীনে আর  কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 রোববার সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৈঠকে আমরা সাম্প্রতিক ও বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। দেশের মানুষ যেসব বিষয় পর্যবেক্ষণ করছে সেসব বিষয়ে অর্থাৎ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ তারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া দেশের মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে সেই দৃষ্টিভঙ্গি রয়েছে।

আমীর খসরু বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার ক্ষমতায় আছে। সেই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আবারও দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তবে দেশ যে সঙ্কটের দিকে যাবে সেই বিষয়ে তারা জানতে চেয়েছে। এই সরকার তো বিদেশেও ষড়যন্ত্র করছে।

আসলে সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কিভাবে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করা যায়। 

প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। বিশ্বের যারা গণতান্ত্রিক বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাদের সবার কাছে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে, বাংলাদেশে বর্তমান অবৈধ, দখলদার ও অনির্বাচিত সরকারের অধীনে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ ও সরকার নির্বাচিত করতে পারবে না।

আজ রোববার সকালে একটি অফিসে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ৭টি দেশের প্রতিনিধির সঙ্গে এই বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ। এসময় ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!